Crime: বাড়িতে ঢুকে কুপিয়ে খুন সাংবাদিককে! পার পেল না বিজেপি নেতাকেও
Murder Case: বিজেপি নেতার বয়ান অনুযায়ী, বুধবার রাতে তাঁরা একসঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। এমন সময়ে দিলীপের ফোন বাজে। ফোন ধরার কয়েক মিনিটের মধ্যেই দরজা ভেঙে ঘরে ঢোকে এবং দিলীপের উপরে এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করে।
লখনউ: যোগীরাজ্যে খুন সাংবাদিক। বুধবার রাতে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হল এক সাংবাদিককে। সেই মুহূর্তে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এক বিজেপি নেতাও। তাঁকেও ছুরির কোপ মারে আততায়ীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য় ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত সাংবাদিকের নাম দিলীপ সাইনি (৩৮)। উত্তর প্রদেশের ফতেহপুর জেলার বাসিন্দা ছিলেন তিনি। বুধবার রাতে আচমকাই তাঁর উপরে হামলা হয়। দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয়ে, কুপিয়ে খুন করে। চলে গুলিও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আততায়ীদের আগে থেকেই চিনতেন সাংবাদিক। কোনও ঝামেলা বা শত্রুতার কারণে তাঁকে খুন করা হয়েছে।
ঘটনার সময়ে সাংবাদিকের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বন্ধু তথা স্থানীয় বিজেপি নেতা শাহিদ খান। হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে তিনিও আহত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
বিজেপি নেতার বয়ান অনুযায়ী, বুধবার রাতে তাঁরা একসঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। এমন সময়ে দিলীপের ফোন বাজে। ফোন ধরার কয়েক মিনিটের মধ্যেই দরজা ভেঙে ঘরে ঢোকে এবং দিলীপের উপরে এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে, তাঁকে আঘাত করে অভিযুক্তরা। ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলিও চালায়।
গোলাগুলির শব্দ শুনে ছুটে আসে আশেপাশের বাসিন্দারা। তারাই রক্তাক্ত অবস্থায় সাংবাদিক ও বিজেপি নেতাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। পথেই সাংবাদিকের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হামলাকারী ও আক্রান্তরা একে অপরকে চিনত। কোনও ঝামেলার কারণেই এই হামলা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।