DELHI EARTHQUAKE: হরিয়ানায় ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 05, 2021 | 11:56 PM

হঠাৎ ভূমিকম্প। কেঁপে উঠল হরিয়ানা, দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্কেলে কম্পাঙ্কের তীব্রতা ছিল ৩.৭।

DELHI EARTHQUAKE: হরিয়ানায় ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি
ছবি: National Center for Seismology

Follow Us

নয়া দিল্লি: হরিয়ানায় ভূমিকম্প। কেঁপে উঠল দিল্লি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (ভূকম্পন পরিমাপক জাতীয় সংস্থা) টুইট করে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭। দিল্লি থেকে ৫৪ কিলোমিটার দূরে ঝাজ্জরকে ভূমিকম্পের উৎসস্থল হিসেবে চিহ্নিত করেছে এনসিএস। ভারতীয় সময়ে রাত ১০টা বেজে ৩৬ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

এপ্রিলের ১২ তারিখ থেকে এখনও পর্যন্ত ২৪ বারেরও বেশি ভূমিকম্প হল দিল্লিতে। বিশেষজ্ঞদের মতে, দিল্লি যেহেতু চ্যুতি রেখার (ফল্টলাইন) খুব কাছাকাছি অবস্থান করে, সে কারণেই এই অঞ্চলে অত্যধিক কম্পন অনুভূত হয়।

ভূবিজ্ঞানীদের আশঙ্কা, রিখটার স্কেলে ৬ কিংবা তারও বেশি কম্পাঙ্কের ভূমিকম্প হলে, বিরাট ক্ষতি হবে রাজধানীর। বিশেষ করে মেট্রো শহরেরে জ়োন টু, থ্রি, ফোর এবং ফাইভ খুবই স্পর্শকাতর। এখানে তীব্র কম্পনের কারণে যে কোনও সময় ঘটতে পারে অঘটন। কারণ হিসেবে ওয়াকিবহল মহল আঙুল তুলছে অবৈধ নির্মাণের দিকেই।

আরও পড়ুন: ২ পর্যায়ে ২০২২ সালে দশম-দ্বাদশের পরীক্ষা, বড় ঘোষণা কেন্দ্রীয় বোর্ডের

 

⇜ TV9 EXCLUSIVE: না পড়লেই নয় ⇝

Next Article