Delhi CM Rekha Gupta Controversy: ‘ফুলেরা’ হয়ে গেল দিল্লি? প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে কেন স্বামী, প্রশ্ন AAP-র
AAP vs BJP in Delhi: বিজেপি, যারা কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করে, তাদের দিকেই প্রশ্ন তুলে আপ নেতা বলেন, "এটা পরিবারতান্ত্রিক রাজনীতি নয়? বিশ্বের বৃহত্তম দলের মুখ্যমন্ত্রী কি আর কোনও বিশ্বাসভাজন দলীয় কর্মী পেলেন না?"

নয়া দিল্লি: পর্দা থেকে এবার বাস্তবে ‘পঞ্চায়েত’? রেখা গুপ্তাকে নিয়ে তৈরি বিতর্ক। ফুলেরা গ্রাম পঞ্চায়েতে যেমন মঞ্জু দেবী নির্বাচনে জিতলেও, পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলাতেন তাঁর স্বামী, তেমনই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Delhi CM Rekha Gupta) পাশে তাঁর স্বামী মণীশ গুপ্তা (Manish Gupta)কে দেখা যেতেই উঠল প্রশ্ন। প্রাক্তন শাসক দল আম আদমি পার্টি (Aam Aadmi Party) প্রশ্ন তুলল, তাহলে কি মুখ্যমন্ত্রীর জায়গায় তাঁর স্বামী দিল্লি সামলাচ্ছেন?
রবিবার শালিমার বাগ বিধানসভার উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা বৈঠক ছিল। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পাশে বসে থাকতে দেখা যায় তাঁর স্বামী, ব্যবসায়ী তথা সমাজকর্মী মণীশ গুপ্তাকে। এই ছবি ভাইরাল হতেই আম আদমি পার্টির ইন চার্জ সৌরভ ভরদ্বাজ প্রশ্ন তোলেন যে মুখ্যমন্ত্রী কেন অফিসিয়াল মিটিংয়ে তাঁর স্বামীকে পাশে বসিয়ে রেখেছেন, যেখানে উনি সরকারি আধিকারিক নন। এটি অসাংবিধানিক কাজ বলেই উল্লেখ করেন তিনি। পঞ্চায়েত সিরিজের সঙ্গে তুলনা টানেন।
এক্স পোস্টে সৌরভ ভরদ্বাজ লেখেন, “দিল্লি সরকার ফুলেরা পঞ্চায়েত হয়ে গিয়েছে। ফুলেরার পঞ্চায়েতের মতো দিল্লিতও অফিসিয়াল মিটিংয়ে মুখ্যমন্ত্রীর পাশে তাঁর স্বামীকে বসে থাকতে দেখা গেল। রাজধানীতে গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থার এইভাবে মজা ওড়ানো হচ্ছে।”
दिल्ली सरकार बनी फुलेरा पंचायत
जैसे फुलेरा की पंचायत में महिला प्रधान के पति प्रधान की तरह काम करते थे , आज दिल्ली में CM के पति आधिकारिक मीटिंग में बैठ रहे हैं ।
हमने पहले भी बताया था कि CM आले पति आधिकारिक मीटिंग में बैठते हैं , अधिकारियों के साथ मीटिंग और इंस्पेक्शन करते… pic.twitter.com/40D3kz5OXU
— Saurabh Bharadwaj (@Saurabh_MLAgk) September 7, 2025
বিজেপি, যারা কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করে, তাদের দিকেই প্রশ্ন তুলে আপ নেতা বলেন, “এটা পরিবারতান্ত্রিক রাজনীতি নয়? বিশ্বের বৃহত্তম দলের মুখ্যমন্ত্রী কি আর কোনও বিশ্বাসভাজন দলীয় কর্মী পেলেন না? কী এমন কাজ যে শুধুমাত্র পরিবারের সদস্যই করতে পারেন? মুখ্যমন্ত্রী কী কারণে নিজের স্বামীকে দায়িত্ব দিচ্ছেন? এভাবে কেন সরকারি সিস্টেমের অংশ করা হচ্ছে?”
আরেক আপ নেতা সঞ্জয় সিং কটাক্ষ করে বলেন, “ওয়েলকাম টু ফুলেরা পঞ্চায়েত। প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে দুইজন মুখ্যমন্ত্রী নিয়োগ করেছেন। রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী, তাঁর স্বামী সুপার মুখ্যমন্ত্রী। মাত্র ৬ মাসেই বিজেপি দিল্লিকে তছনছ করে দিয়েছে।”
এই অভিযোগ উঠতেই বিজেপি পাল্টা জবাবে বলেছে যে সরকারি বৈঠকে মুখ্য়মন্ত্রীর স্বামীর উপস্থিতি অনৈতিক কিছু নয়, কারণ তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর স্বামী নন, সমাজকর্মী হিসাবে শালিমার বাগ কেন্দ্রের দেখভাল করেন তিনি। সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে তিনি উপস্থিত ছিলেন। বেশ কয়েকজন বাসিন্দা উপস্থিত ছিলেন। আপ ফ্রাস্টেটেড হয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে।
