Shoe Thrown at CJI BR Gavai: সুপ্রিম কোর্টের ভিতরেই প্রধান বিচারপতি গভাইকে লক্ষ্য করে জুতো ছুড়লেন বৃদ্ধ, কী হল তারপর?
Supreme Court: অভিযুক্ত ব্যক্তির কাছে প্রক্সিমিটি কার্ড ছিল, যা সাধারণত সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্লার্কদের দেওয়া হয়। ওই কার্ডে নাম লেখা রয়েছে কিশোর রাকেশ। তবে ওই ব্যক্তির নাম এটাই কি না, তিনি কেন হঠাৎ প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুড়লেন, তা স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে।

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ল এক বৃদ্ধ। যদিও প্রধান বিচারপতির বেঞ্চ পর্যন্ত জুতো পৌঁছয়নি। এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে হেফাজতে নেওয়া হয় ওই বৃদ্ধকে। অন্যদিকে, প্রধান বিচারপতিও এমন আক্রমণে বিচলিত হননি। তিনি বিচার প্রক্রিয়া ফের শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সবে প্রথম মামলার শুনানি শুরু করেছিলেন প্রধান বিচারপতি বিআর গভাই, এমন সময় আদালত কক্ষে উপস্থিত ওই বৃদ্ধ চিৎকার করে বলে ওঠেন, “সনাতনের অপমান সহ্য করবে না ভারত”। এরপরই তিনি প্রধান বিচারপতির বেঞ্চ লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন। আকস্মিক ঘটনায় সকলে হকচকিয়ে যান। নিরাপত্তারক্ষীরা ছুটে এসে অভিযুক্ত বৃদ্ধকে আটক করে। তবে প্রধান বিচারপতি এই ঘটনায় একটুও প্রভাবিত হননি। তিনি শান্ত গলায় বলেন, “আমি শেষ ব্যক্তি যে এই ধরনের ঘটনায় প্রভাবিত হবে।”
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির কাছে প্রক্সিমিটি কার্ড ছিল, যা সাধারণত সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্লার্কদের দেওয়া হয়। ওই কার্ডে নাম লেখা রয়েছে কিশোর রাকেশ। তবে ওই ব্যক্তির নাম এটাই কি না, তিনি কেন হঠাৎ প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুড়লেন, তা স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে।
সিনিয়র জুরিস্ট ইন্দিরা জয়সিং বলেন যে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করে দেখতে হবে। তিনি বলেন, “আইনজীবীর নাম সামনে আনতে হবে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এটা সুপ্রিম কোর্টের উপরে আক্রমণ। এই ধরনের আক্রমণ সহ্য করা হবে না। আদালতের সম্মান বজায় রেখে প্রধান বিচারপতি গভাই কোনও প্রতিক্রিয়া না দেখিয়েই বিচার প্রক্রিয়া জারি রেখেছেন।”
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিষ্ণু দেবতাকে নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, যা নিয়ে বিতর্ক হয়েছিল। খাজুরাহোতে ৭ ফুট দীর্ঘ বিষ্ণু দেবতার মূর্তি, যার মাথা ভেঙে ফেলা হয়েছিল, তা পুনর্নির্মাণে বিচারবিভাগীয় হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেছিলেন, “যান, ভগবানকেই কিছু করতে বলুন।” এই মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয়। ধর্মকে অসম্মান করেছেন বলে অভিযোগ করা হয়। পরে প্রধান বিচারপতি ব্যাখ্যা দিয়ে জানান যে তাঁর মন্তব্যকে অন্যভাবে তুলে ধরা হয়েছে। তিনি সমস্ত ধর্মকে সম্মান করেন।
