SIR Deadline Extended: বাংলায় ‘না’, উত্তর প্রদেশকে ঢেলে সময়! SIR-র ডেডলাইন বদল কমিশনের
SIR Second Phase: এই মর্মে একটি তালিকা প্রকাশ করেছে কমিশন। যাতে দেখা গিয়েছে, আন্দামান নিকোবর, মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ়ে ফর্ম জমা দেওয়ার জন্য ১৮ তারিখ অবধি সময় বেঁধে দিয়েছে তাঁরা। অর্থাৎ এই দু'রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে দেওয়া হচ্ছে এক সপ্তাহের সময়সীমা। তামিলনাড়ু ও গুজরাটে ১৪ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে নতুন ডেডলাইন।

এদিন বিবৃতি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, ৫ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ানো হচ্ছে সময়। মূলত পিছিয়ে থাকা রাজ্য়-কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাঁরা জানিয়েছে, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, গুজরাট, মধ্য় প্রদেশ, ছত্তীসগঢ়-সহ মোট পাঁচ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান নিকোবরে বাড়ানো হচ্ছে সময়।
কতদিন বাড়ল সময়?
এই মর্মে একটি তালিকা প্রকাশ করেছে কমিশন। যাতে দেখা গিয়েছে, আন্দামান নিকোবর, মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ়ে ফর্ম জমা দেওয়ার জন্য ১৮ তারিখ অবধি সময় বেঁধে দিয়েছে তাঁরা। অর্থাৎ এই দু’রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে দেওয়া হচ্ছে এক সপ্তাহের সময়সীমা। তামিলনাড়ু ও গুজরাটে ১৪ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে নতুন ডেডলাইন। একমাত্র উত্তর প্রদেশ পেয়েছে সর্বাধিক সময়। সেখানে ফর্ম জমা দেওয়ার জন্য পরিবর্তিত তারিখ নির্ধারিত হয়েছে ২৬ ডিসেম্বর।

ফর্ম জমা দেওয়ার তারিখ বদলেছে। সুতরাং খসড়া তালিকা প্রকাশের তারিখও বদলাবে। কমিশন জানিয়েছে, তামিলনাড়ু ও গুজরাটে খসড়া তালিকা প্রকাশ হবে ১৯ তারিখ। মধ্য় প্রদেশ, ছত্তীসগঢ় এবং আন্দামান নিকোবরে খসড়া তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর। উত্তর প্রদেশে খসড়া তালিকা প্রকাশ হবে বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর। কমিশনের এই তালিকায় নাম নেই বাংলার।
উল্লেখ্য, এসআইআর কাজের জন্য কমিশনের কাছে প্রায় প্রতিটি রাজ্যই বাড়তি সময় চেয়েছিল। সময় চেয়েছিল বাংলাও। কিন্তু এই তালিকায় ঠাঁই পেল না রাজ্য। তাই ফর্ম জমা দেওয়ার জন্য আজই শেষ তারিখ বাংলায়। অবশ্য, এই নির্দেশিকা আদতেই পিছিয়ে পড়া রাজ্যদের গুরুত্ব দেওয়া হয়েছে বলেই যুক্তি কমিশনের। বলে রাখা প্রয়োজন, ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও পর্যন্ত ফর্ম জমা পড়ার কাজ ৯৯ শতাংশের অধিক মিটেছে। তা হলে সমস্যা কোথায়? কমিশনের তথ্য বলছে, সমস্যা তৈরি হয়েছে ডিজিটাইজেশন ঘিরে।
৬ ডিসেম্বর পর্যন্ত মধ্য় প্রদেশে ডিজিটাইজড হয়েছে ৯৯.৬৬ শতাংশ। উত্তর প্রদেশে হয়েছে ৯৪.০৪ শতাংশ। ছত্তীসগঢ়ে ৯৯.৬৬ শতাংশ। গুজরাটে ৯৮ শতাংশ। তামিলনাড়ুতে ৯৮.৬৯ শতাংশ। আন্দামান নিকোবরে ৯৯.৬৭ শতাংশ।
