EXPLAINED: SIR-এ নাম বাদ পড়েছে ৬৫ লক্ষের, কী করলে ফের তালিকায় নাম উঠবে?
Bihar SIR: যাদের নাম বাদ পড়েছে, তারা যে আর কখনও ভোট দিতে পারবে না, তা নয়। যদি কেউ বৈধ ভোটার হন এবং কোনও কারণে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, তবে তার হাতে এক মাস সময় রয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে বিহারে হইচই SIR নিয়ে। কী এই এসআইআর? ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা নিবিড় পরিমার্জনই হল এসআইআর। দীর্ঘ এক মাস ধরে চলা এই পরিমার্জনের পর ১ অগস্ট প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। আর তাতেই বাদ গিয়েছে ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম। এবার প্রশ্ন হল, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল, তারা কী করবেন? তাদের ভোটার কার্ডেরই বা কী হবে? প্রতি বছরই ভোটার তালিকায় সংশোধনী হয়। তবে নিবিড় সংশোধন হচ্ছে বহু বছর পর। ২০০৩ সালে বিহারে শেষবার নিবিড় পরিমার্জন হয়েছিল ভোটার তালিকার। এরপর ২০২৫ সাল। বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে চলতি বছরই। তার আগেই এই পরিমার্জন। ২০০৩ সালে ভোটার তালিকায় যাদের...
