Video: এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, মৃত ২ ও জখম একাধিক
Fire in bus: রাস্তার উপর চলন্ত বাসেই আগুন লেগে গেল। বাসের ভিতর একেবারে জ্বলন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল কয়েকজন যাত্রীর। অন্যান্য যাত্রীরা অসহায়ের মতো তাঁদের আগুনে পুড়ে মরতে দেখল। শুধু তাই নয়, নিজেদের কীভাবে প্রাণ বাঁচবে তা নিয়েও অস্থির হয়ে ওঠে। বুধবার রাতে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী হল দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ে।
গুরুগ্রাম: যাত্রী বোঝাই করে দিল্লি থেকে জয়পুরের দিকে যাচ্ছিল বাসটি। রাস্তার উপর চলন্ত বাসেই আগুন লেগে গেল। বাসের ভিতর একেবারে জ্বলন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল কয়েকজন যাত্রীর। অন্যান্য যাত্রীরা অসহায়ের মতো তাঁদের আগুনে পুড়ে মরতে দেখল। শুধু তাই নয়, নিজেদের কীভাবে প্রাণ বাঁচবে তা নিয়েও অস্থির হয়ে ওঠে। বুধবার রাতে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী হল দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ে। সেই ভয়াবহ ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, যাত্রীবাহী বাসটি দাউ-দাউ করে জ্বলছে। ধোঁয়া ও আগুনের শিখা আকাশের দিকে উড়ে যাচ্ছে। তারপর দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
পুলিশ জানায়, অগ্নিদগ্ধ বাসটি স্লিপার ছিল। যাত্রী নিয়ে দিল্লি থেকে জয়পুর যাচ্ছিল। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ঝারসা ফ্লাইওভারের কাছে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ের উপরই বাসটিতে আগুন লেগে যায়। তারপর দমকল বাহিনী ঘটনায় ২ যাত্রীর মৃত্যু হয়েছে এবং প্রায় এক ডজন যাত্রী গুরুতর জখম হয়েছেন।
চলন্ত বাসে আগুন লাগার খবর পেয়েই দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের ভিতরেই ২ যাত্রীর মৃত্যু হয়। আরও জনা ১২ যাত্রী জখম হন। তাঁদের গুরুগ্রামের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চলন্ত বাসটিতে কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন দমকল বাহিনীর অধিকর্তা গুলশন কালরা। জখম যাত্রীদের সকলেই সকলেই ৩০ শতাংশ দগ্ধ বলে জানিয়েছেন তিনি।
VIDEO | Casualties reported after a Volvo bus caught fire in Gurugram, Haryana earlier today. More details are awaited. pic.twitter.com/pYbKNPktp7
— Press Trust of India (@PTI_News) November 8, 2023