Goa Night Club Fire Update: নাইটক্লাবে পুড়ছে মানুষ, দুই ভাই বাড়ি বসে কাটছিল থাইল্যান্ডের টিকিট!
Goa Night Club-Luthra Brothers: নাইটক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার পাসপোর্ট বাতিল করে দিয়েছে। বুধবার দিল্লির রোহিনী আদালতে দুই ভাইয়ের অগ্রিম জামিনের মামলারও শুনানি হয়। অভিযুক্ত দুই ভাই চার সপ্তাহের জন্য গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়েছে, যাতে তারা থাইল্যান্ড থেকে দিল্লিতে ফিরতে পারে।

পানাজি: দাউদাউ করে জ্বলছে নাইটক্লাব, ভিতরে পর্যটক-অতিথিদের আর্ত চিৎকার। সেই সময় নাইট ক্লাবের মালিক কী করছিলেন জানেন? নাহ, ভিতরে আটকে থাকা মানুষের বাঁচানোর চেষ্টা নয়, উল্টে গা ঢাকা দেওয়ার জন্য বসে বসে ফ্লাইটের টিকিট কাটছিলেন। পুলিশি তদন্তে এমনটাই জানা গিয়েছে। গোয়ার নাইটক্লাবে আগুন লাগার পরই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন ক্লাবের দুই মালিক।
গত ৬ ডিসেম্বর উত্তর গোয়ার ব্রিচ বাই রোমিও লেন নাইটক্লাবে ভয়াবহ আগুন লাগে, পুড়ে মৃত্যু হয় ২৫ জনের। অগ্নিকাণ্ডের রাতেই থাইল্যান্ড পালিয়ে যায় নাইটক্লাবের দুই মালিক। জানা গিয়েছে, ঘটনার দিন রাত ১১টা নাগাদ আগুন লাগে নাইটক্লাবে। ওই রাতেই অর্থাৎ ৭ ডিসেম্বর রাত ১টা ১৭ মিনিট নাগাদ দুই ভাই ‘মেক মাই ট্রিপে’ লগ ইন করে থাইল্যান্ডের টিকিট কাটার জন্য। সেই সময়ও গোয়া পুলিশ ও দমকল আগুন নেভানোর চেষ্টা করছিল। ভোর সাড়ে ৫টায় দিল্লি থেকে ইন্ডিগোর বিমানে ফুকেটে পালিয়ে যায় দুই ভাই।
গোয়া পুলিশ ইতিমধ্যেই ওই নাইটক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার পাসপোর্ট বাতিল করে দিয়েছে। বুধবার দিল্লির রোহিনী আদালতে দুই ভাইয়ের অগ্রিম জামিনের মামলারও শুনানি হয়। অভিযুক্ত দুই ভাই চার সপ্তাহের জন্য গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়েছে, যাতে তারা থাইল্যান্ড থেকে দিল্লিতে ফিরতে পারে।
তদন্তে আরও জানা গিয়েছে, দুই ভাইয়ের সিম কার্ডই রাম হরি সিং নামক এক ব্যক্তির নামে নেওয়া। তিনি ওই পরিবারের প্রাক্তন গাড়িচালক।
