Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গুজরাট দাঙ্গায় মোদীর ক্লিন চিটের বিরুদ্ধে মামলা, এপ্রিলে শুনানি সুপ্রিম কোর্টে

২০১২ এর ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত রিপোর্টে নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অন্যান্য ৬৩ জনকে ক্লিনচিট দেয় বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)

গুজরাট দাঙ্গায় মোদীর ক্লিন চিটের বিরুদ্ধে মামলা, এপ্রিলে শুনানি সুপ্রিম কোর্টে
শীর্ষ আদালতে মিলল স্বস্তি
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 5:52 PM

নয়া দিল্লি: গুজরাট দাঙ্গায় (Gujrat Riot)বছর কয়েক আগেই ক্লিন চিট পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই ক্লিন চিটের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন প্রয়াত সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। আর সেই মামলার শুনানি হবে এপ্রিলে। ১৩ এপ্রিল শুনানির দিন স্থির করেছে শীর্ষ আদালত।

জাকিয়া জাফরি পক্ষে আইনজীবী হিসেবে থাকবেন কপিল সিবল। বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চকে মামলা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন। তাঁর দাবি, মহারাষ্ট্র রিজারভেশন মামলায় অনেল আইনজীবীই ব্যস্ত আছেন। কিন্তু গুজরাট সরকারের পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা আগামী সপ্তাহেই এই মামলার শুনানি চান। স্পেশান ইনভেস্টিগেশন টিম (SIT)-এর তরফেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেওয়া হয়েছিল। সেই টিমের আইনজীবী মুকুল রোহাতগিও মুলতুবির আবেদনের বিরোধিতা করেছেন।

বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরি ও বিচারপতি এএম কৃষ্ণ মুরারীর বেঞ্চ মামলা স্থগিত রাখার আর্জি খারিজ করে দিয়েছে। ১৩ এপ্রিন শুনানির দিন স্থির করা হয়েছে।

২০০২-এর ২৮ ফেব্রুয়ারি আমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে যে ৬৮ জনের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে একজন এহসান জাফরি। ২০০২ গুজরাট হিংসা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিট বা বিশেষ তদন্তকারী দল যে ক্লিনচিট দিয়েছিল তাকেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন স্ত্রী জাকিয়া জাফরি। ২০১২ এর ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত রিপোর্টে নরেন্দ্র মোদী এবং অন্যান্য ৬৩ জনকে ক্লিনচিট দেয় বিশেষ তদন্তকারী দল বা সিট, তার মধ্যে রয়েছেন সরকারের আধিকারিকরাও, বলা হয়, তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই।