Sector 45 Firing News: টাকার বদলে গুলি! পাওনা না মেটানোয় অফিসে ঢুকে গুলি চালাল মুখোশধারী দুষ্কৃতীরা
Gurgaon Sector 45 Firing News: এমএনআর বিল্ডমার্ক (MNR Buildmark) নামে একটি বিল্ডারের অফিসেই গুলি চালিয়েছে এক দল দুষ্কৃতী। রাত সাড়ে ৯টা নাগদ প্রথম গুলির শব্দ পান স্থানীয়রা। সেই ভিত্তিতেই খবর দেওয়া হয় থানাতেও। জানা গিয়েছে যে এলাকা গুলি চলেছে, সেখান থেকে সেক্টর ৪০-র (Sector 40) থানা মাত্র ঢিল ছোড়া দূরত্বে।

নয়াদিল্লি: অফিস পাড়ায় পরপর গুলি। বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হল গুরুগ্রামের সেক্টর ৪৫ (Gurgaon Sector 45)। হরিয়ানার (Haryana) অন্তর্গত এই অংশ নানান অফিসে ঠাসা। সঙ্গে রয়েছে জনবসতিও। আর তেমনই এক জায়গায় রাতে চলল দুষ্কৃতীদের তাণ্ডব। শান্ত আবহ ছিঁড়ে বেরিয়ে গেল গুলির কান ঝালাপালা করা শব্দ।
কোথায় চলল গুলি?
সর্বভারতীয় সংবাদমাধ্য়ম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, সেক্টর ৪৫ অন্তর্গত এমএনআর বিল্ডমার্ক (MNR Buildmark) নামে একটি বিল্ডারের অফিসেই গুলি চালিয়েছে এক দল দুষ্কৃতী। রাত সাড়ে ৯টা নাগদ প্রথম গুলির শব্দ পান স্থানীয়রা। সেই ভিত্তিতেই খবর দেওয়া হয় থানাতেও। জানা গিয়েছে যে এলাকা গুলি চলেছে, সেখান থেকে সেক্টর ৪০-র (Sector 40) থানা মাত্র ঢিল ছোড়া দূরত্বে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪ থেকে ৫ জন মুখোশ পরিহিত দুষ্কৃতী লোহার গেট টপকে প্রথমে ওই বিল্ডারের অফিসে ঢোকেন। আর তারপরই চলে গুলি। পরপর ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালান দুষ্কৃতীরা। ওই অফিসের কমপাউন্ডেই দু’টি বিলাসবহুল গাড়ি রাখা ছিল। সেগুলিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ক্ষতির পরিমাণটা অনেকটা হলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
অফিস পাড়ায় রাতবিরেতে এমন গুলিবৃষ্টি ঘিরে একাধিক প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঢিল ছোড়া দূরত্বে থানা, নিরাপত্তা কি শিকেয় উঠেছে? অফিসের নিরাপত্তারক্ষীরাই বা কোথায় ছিল? আর কারাই বা গুলি চালাল? অফিস কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে, গুলিকাণ্ডের সময় নিরাপত্তারক্ষীরা অফিসের ভিতরের দিকে ছিলেন, সেই কারণেই কোনও রকম হতাহতের ঘটনা ঘটেনি। ইতিমধ্য়েই এই গুলিকান্ডের দায় স্বীকার করেছে গ্যাংস্টার দীপক নন্দল। তাঁর যুক্তি, ওই বিল্ডার অফিসের মালিকের এক আত্মীয় তাঁর টাকা নিয়ে উধাও হয়েছে। তাই প্রতিশোধ নিতেই অফিসে তাণ্ডব চালিয়েছে সে।
