Nitish Kumar: জোট ভাঙলে নীতীশের সামনে খোলা দুটি পথ, মুখ্যমন্ত্রীর কুর্সি কি থাকবে আর?
Bihar Grand Alliance: ২০২২-এ এনডিএ জোট ছেড়ে মহাগঠবন্ধনে সরকার গড়েছিলেন নীতীশ কুমার। নিজের জন্যই বরাদ্দ রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কুর্সি। ২০২৩ কাটিয়ে ২৪ সালে পা দিতে না দিতেই আবার শিবির বদলের জল্পনা। ফের নাকি এনডিএ-তে যোগ দিতে পারেন নীতীশ কুমার।
পটনা: আবার বিহারে পালাবদল। ফের জোট বদলের সম্ভাবনা নীতীশ কুমারের (Nitish Kumar)। ২০২২-এ এনডিএ জোট ছেড়ে মহাগঠবন্ধনে সরকার গড়েছিলেন নীতীশ কুমার। নিজের জন্যই বরাদ্দ রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কুর্সি। ২০২৩ কাটিয়ে ২৪ সালে পা দিতে না দিতেই আবার শিবির বদলের জল্পনা। ফের নাকি এনডিএ(NDA)-তে যোগ দিতে পারেন নীতীশ কুমার। জোট বদল করলে তাঁর মুখ্যমন্ত্রীর গদি থাকবে তো?
সূত্রের খবর, যদি নীতীশ কুমার জোট বদল করেন, তবে তাঁর সামনে দুটি পথ খোলা রয়েছে। প্রথম, লোকসভা নির্বাচনের পাশাপাশিই বিহারের বিধানসভা নির্বাচন করানো। দ্বিতীয়, নতুন জোটের সমর্থন নিয়ে মুখ্য়মন্ত্রীর গদি ধরে রাখা। দ্বিতীয় পথটিই সহজ হলেও, সামনে রয়েছে একাধিক বাধা। বিহারের বিজেপি নেতারা চান না নীতীশ কুমার জোটে সামিল হোক। জোটসঙ্গী হলেও তাঁকে মুখ্যমন্ত্রী করা নিয়ে আপত্তি তুলতে পারেন বিজেপি নেতারা।
বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য় প্রয়োজন ১২২টি আসন। নীতীশ কুমারের দল জেডিইউ-র হাতে রয়েছে ৪৫টি আসন। অন্যদিকে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের কাছে রয়েছে ৭৯টি আসন। সেই হিসাবে নীতীশের থেকে অনেক এগিয়ে রয়েছেন লালু। তবে বিজেপির কাছে রয়েছে ৮২টি আসন। নীতীশ কুমার যদি এনডিএ-তে যোগ দেন, তবে বিজেপির সমর্থনে সরকার গড়তে পারেন।