Emmanuel Macron: প্রজাতন্ত্র দিবসে বড় উপহার ম্যাক্রঁর, ভারতীয় পড়ুয়াদের জন্য করলেন বিশেষ ঘোষণা

Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৃহস্পতিবার জয়পুর সফরে তোলা একটি সেলফি পোস্ট করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। সেই পোস্টে তিনি জানান, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পেরে তিনি অত্যন্ত খুশি ও গর্বিতবোধ করছেন। 

Emmanuel Macron: প্রজাতন্ত্র দিবসে বড় উপহার ম্যাক্রঁর, ভারতীয় পড়ুয়াদের জন্য করলেন বিশেষ ঘোষণা
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 26, 2024 | 9:34 AM

নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)। আর ভারতে এসেই তিনি দিলেন বিশেষ উপহার। ফ্রান্সে (France) ভারতীয় পড়ুয়াদের পড়ার আরও সুযোগ তৈরি করে দিলেন তিনি। এ দিন তিনি ঘোষণা করেন, ফ্রান্সের লক্ষ্য় ২০৩০ সালের মধ্যে ৩০ হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়াদের স্বাগত জানানো।

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৃহস্পতিবার জয়পুর সফরে তোলা একটি সেলফি পোস্ট করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। সেই পোস্টে তিনি জানান, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পেরে তিনি অত্যন্ত খুশি ও গর্বিতবোধ করছেন।

এরপরেই তিনি পরবর্তী আরেকটি পোস্টে লেখেন, “২০৩০ সালের মধ্যে ফ্রান্সে ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে স্বাগত জানানো হবে। জানি এটা উচ্চাকাক্ষ্মা, কিন্তু আমি এটাকে সত্য করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

ম্যাক্রঁ জানান, ফ্রান্সে ভারতীয় পড়ুয়াদের সুবিধার জন্য আন্তর্জাতিক ক্লাসের ব্যবস্থা করা হবে বিশ্ববিদ্যালয়গুলিতে। তিনি লেখেন, “আমরা বিদেশি পড়ুয়াদের ফ্রেঞ্চ শেখার জন্য নেটওয়ার্ক তৈরি করছি। যে সমস্ত পড়ুয়ারা ফ্রেঞ্চ বলতে পারেন না, তাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য় আন্তর্জাতিক ক্লাসের ব্যবস্থা করছি।”

একইসঙ্গে তিনি জানান, ভারতীয় পড়ুয়ারা যারা ফ্রান্সে পড়াশোনা করেছেন আগে, তাদের ভিসার ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হবে।