AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mehul Choksi: ‘সাজানো’ হয়েছে সেল, থাকবে বিনোদন! মেহুল চোকসীকে ফেরাতে বেলজিয়ামকে ‘আশ্বাস’ নয়াদিল্লির

Mehul Choksi Extradition: মুম্বইয়ের আর্থার রোডের ধারের ওই সংশোধনাগারের নির্দিষ্ট সেলে থাকছে খাটের ব্যবস্থা। থাকবে বালিশ, চাদর, কম্বল, একটি মোটা পরিচ্ছন্ন গদি। চোকসীর শারীরিক অবস্থা ভাল নয়, সেই কারণেই তাকে রাখার জন্য জেলে খাটের ব্য়বস্থা করেছে কেন্দ্র। এছাড়াও, ২৪ ঘণ্টা পরিশুদ্ধ জল, সময়মতো পুষ্টিকর খাবার দেওয়া হবে তাকে।

Mehul Choksi: 'সাজানো' হয়েছে সেল, থাকবে বিনোদন! মেহুল চোকসীকে ফেরাতে বেলজিয়ামকে 'আশ্বাস' নয়াদিল্লির
মেহুল চোকসীImage Credit: Getty Image
| Updated on: Sep 08, 2025 | 3:32 PM
Share

নয়াদিল্লি: আর্থিক তছরুপে অভিযুক্ত মেহুল চোকসীকে দেশে ফেরাতে তোড়জোড় নয়াদিল্লির। নিরাপত্তা থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কোনও কিছুই কমতি হবে না, থাকবে না কোনও ফাঁক। বেলজিয়ামের সরকারকে এই বলেই আশ্বস্ত করেছে কেন্দ্র। সমস্ত আন্তর্জাতিক নিয়মাবলী মেনেই অভিযুক্তকে জেলে রাখা হবে বলেই জানিয়েছে নয়াদিল্লি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়াম থেকে চোকসীকে দেশে প্রত্যার্পণ করা গেলে, তাকে মুম্বইয়ের আর্থার রোড জেল কমপ্লেক্সে রাখা হবে। ওই সংশোধনাগারটি দেশের অন্য়ান্য সংশোধনাগারের তুলনায় একটু নিরিবিলি। নিরাপত্তাতেও কোনও খামতি নেই। পাশাপাশি, তার সেলে সর্বক্ষণ নজরদারি চালানো হবে বলেও বেলজিয়ামকে জানিয়েছে নয়াদিল্লি।

চোকসীর জন্য ‘সাজানো’ সেল

সম্প্রতি বেলজিয়াম প্রশাসনকে চিঠি দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে তারা চোকসীর জন্য জেলে কী কী ব্যবস্থা রয়েছে, সেই কথা জানিয়েছে। স্বরাষ্ট্র দফতরের চিঠি অনুযায়ী, মুম্বইয়ের আর্থার রোডের ধারের ওই সংশোধনাগারের নির্দিষ্ট সেলে থাকছে খাটের ব্যবস্থা। থাকবে বালিশ, চাদর, কম্বল, একটি মোটা পরিচ্ছন্ন গদি। ২৪ ঘণ্টা মিলবে পরিশুদ্ধ জল, সময়মতো দেওয়া হবে পুষ্টিকর খাবার। থাকবে ব্যায়াম করার ব্যবস্থা। অসুবিধা হবে না বিনোদনেও। এছাড়াও, তার শারীরিক অবস্থা যেহেতু খুব সুবিধার নয়, তাই থাকবে একজন চিকিৎসক, আশ্বাস নয়াদিল্লির।