AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিশ ক্ষয়ের’ শেষে নতুন বছরের সূচনা, পা পড়ল একুশে

ভারতেও নতুন বছরে সুখবর আসার কথা। সব মিলিয়ে অনেক আশা নিয়েই নতুন বছরে পা রাখছে দেশবাসী।

| Updated on: Jan 01, 2021 | 3:23 PM
Share
কোথাও বিষণ্ণতা, কোথাও হালকা আনন্দ। সব মিলিয়ে ২০২১-কে বরণ করে নিচ্ছে ভারত। সেজে উঠেছে শহরগুলি। কোথাও আবার আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে নৈশ কার্ফু। সব মিলিয়ে করোনা আবহে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে আপন করে নিচ্ছে ভারত। সারা বছরের সুখ দুঃখকে সঙ্গে রেখেই নতুন বছরে পা রাখছে গোটা বিশ্ব। সারা বছরের একটা বড় সময় করোনা মহামারীতে কেটেছে ঘরবন্দি থেকে। টিকাকরণ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতেও নতুন বছরে সুখবর আসার কথা। সব মিলিয়ে অনেক আশা নিয়েই নতুন বছরে পা রাখছে দেশবাসী।

কোথাও বিষণ্ণতা, কোথাও হালকা আনন্দ। সব মিলিয়ে ২০২১-কে বরণ করে নিচ্ছে ভারত। সেজে উঠেছে শহরগুলি। কোথাও আবার আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে নৈশ কার্ফু। সব মিলিয়ে করোনা আবহে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে আপন করে নিচ্ছে ভারত। সারা বছরের সুখ দুঃখকে সঙ্গে রেখেই নতুন বছরে পা রাখছে গোটা বিশ্ব। সারা বছরের একটা বড় সময় করোনা মহামারীতে কেটেছে ঘরবন্দি থেকে। টিকাকরণ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতেও নতুন বছরে সুখবর আসার কথা। সব মিলিয়ে অনেক আশা নিয়েই নতুন বছরে পা রাখছে দেশবাসী।

1 / 6
কর্নাটকে কড়া হাতে নৈশ কার্ফু জারি করেছে প্রশাসন। যার ফলে সেরাজ্যের রাস্তাঘাট শুনশান। আলোর রোশনাই থাকলেও নেই জমায়েত। সেরাজ্যে বিশকে বিদায় বিষণ্ণতায়।

কর্নাটকে কড়া হাতে নৈশ কার্ফু জারি করেছে প্রশাসন। যার ফলে সেরাজ্যের রাস্তাঘাট শুনশান। আলোর রোশনাই থাকলেও নেই জমায়েত। সেরাজ্যে বিশকে বিদায় বিষণ্ণতায়।

2 / 6
 সিমলায়ও জারি রয়েছে নৈশ কার্ফু। সেখানে রাত্রি ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। তার আগে কয়েকজন বেরোলেও পুলিস মাইকিং করে সবাইকে সরিয়ে দেয়।

সিমলায়ও জারি রয়েছে নৈশ কার্ফু। সেখানে রাত্রি ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। তার আগে কয়েকজন বেরোলেও পুলিস মাইকিং করে সবাইকে সরিয়ে দেয়।

3 / 6
রাত্রি ১১ টার আগে মহারাষ্ট্রের জুহু সৈকতে কয়েকজন ভিড় করেন। তবে বর্ষবরণের রাতে সেখানেও জারি থাকছে নৈশ কার্ফু।

রাত্রি ১১ টার আগে মহারাষ্ট্রের জুহু সৈকতে কয়েকজন ভিড় করেন। তবে বর্ষবরণের রাতে সেখানেও জারি থাকছে নৈশ কার্ফু।

4 / 6
আলোর রোশনাইয়ে সেজেছে দিল্লি। খান মার্কেটে আলোর ছড়াছড়ি।

আলোর রোশনাইয়ে সেজেছে দিল্লি। খান মার্কেটে আলোর ছড়াছড়ি।

5 / 6
পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি ভিডিয়ো টুইট করেছে সংবাদ সংস্থা এএনআই। যেখানে দেখা যাচ্ছে, বর্ষবরণের রাতে বাধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন সকলে। কারোর মুখে নেই মাস্ক, শিকেয় সামাজিক দূরত্ব।

পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি ভিডিয়ো টুইট করেছে সংবাদ সংস্থা এএনআই। যেখানে দেখা যাচ্ছে, বর্ষবরণের রাতে বাধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন সকলে। কারোর মুখে নেই মাস্ক, শিকেয় সামাজিক দূরত্ব।

6 / 6