কোথাও বিষণ্ণতা, কোথাও হালকা আনন্দ। সব মিলিয়ে ২০২১-কে বরণ করে নিচ্ছে ভারত। সেজে উঠেছে শহরগুলি। কোথাও আবার আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে নৈশ কার্ফু। সব মিলিয়ে করোনা আবহে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে আপন করে নিচ্ছে ভারত। সারা বছরের সুখ দুঃখকে সঙ্গে রেখেই নতুন বছরে পা রাখছে গোটা বিশ্ব। সারা বছরের একটা বড় সময় করোনা মহামারীতে কেটেছে ঘরবন্দি থেকে। টিকাকরণ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতেও নতুন বছরে সুখবর আসার কথা। সব মিলিয়ে অনেক আশা নিয়েই নতুন বছরে পা রাখছে দেশবাসী।