AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইবে পাকিস্তানের, ভারতের হাতে আসছে মার্কিন Apache

Apache Helicopter: 'আকাশের ট্য়াঙ্ক' হিসাবেই পরিচিত অ্যাপাচি কপ্টার। AH-64E অ্যাডভান্সড অ্যাটাক হেলিকপ্টার অসাধারণ সেন্সর ও টার্গেট ক্ষমতা রয়েছে।

Indian Army: শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইবে পাকিস্তানের, ভারতের হাতে আসছে মার্কিন Apache
অ্যাপাচি কপ্টার। ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Jul 16, 2025 | 12:56 PM
Share

নয়া দিল্লি: প্রতিরক্ষা খাতে বরাবরই জোর দিয়েছে ভারত সরকার। সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের পর প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করছে কেন্দ্রীয় সরকার। এবার সেনাবাহিনীর শক্তি বাড়াতে চলেছে অত্যাধুনিক কপ্টার। সূত্রের খবর, দীর্ঘ প্রতিক্ষিত অ্য়াপাচি অ্যাটাক হেলিকপ্টার ভারতের হাতে আসতে চলেছে অবশেষে।

আগামী ২১ জুলাই আমেরিকা থেকে অ্যাপাচি অ্যাটাক কপ্টারের প্রথম ব্যাচ হাতে পেতে চলেছে ভারত। তিনটি অ্য়াপাচি কপ্টার আসবে প্রথম ধাপে। জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার হিন্দন এয়ারবেসে অবতরণ করবে এই হেলিকপ্টারগুলি। আর এই তিনটি কপ্টারই মোতায়েন করা হবে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তেই।

‘আকাশের ট্য়াঙ্ক’ হিসাবেই পরিচিত অ্যাপাচি কপ্টার। AH-64E অ্যাডভান্সড অ্যাটাক হেলিকপ্টার অসাধারণ সেন্সর ও টার্গেট ক্ষমতা রয়েছে। দিন হোক বা রাত, ঝড়বৃষ্টি থেকে প্রবল তুষারপাতে মতো যেকোনও প্রতিকূল পরিবেশেই এই কপ্টার কাজ করতে পারে দাপটের সঙ্গে। শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাতেও বিশেষ ভূমিকা পালন করে এই কপ্টার।

১৫ মাস আগে রাজস্থানের যোধপুরে প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন মোতায়েন করে ভারতীয় বায়ুসেনা। পাঠানকোট ও জোরহাটে ইতিমধ্যেই দুটি স্কোয়াড্রন সক্রিয় রয়েছে। আমেরিকা থেকে অনেক আগেই এই হেলিকপ্টার আসার কথা থাকলেও, বারবার তা পিছিয়ে যাচ্ছিল নানা কারণে।

এর আগে ২০১৫ সালে ভারতীয় বায়ুসেনা ২২টি অ্যাপাচি হেলিকপ্টার কিনেছিল। ২০২০ সালের জুলাই মাসে তা ভারতীয় বায়ুসেনার হাতে হেলিকপ্টারগুলি আসে। যখন ট্রাম্প ভারতে এসেছিলেন, তখন ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছিল ভারতের সঙ্গে, যার অধীনে ৬টি অ্যাপাচি হেলিকপ্টার কেনা হয়েছিল। ২০২৪ সালের মে-জুন মাসে প্রথম ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে যায়।  ২০২৩ সালে ভারতীয় সেনার হাতে প্রথম অ্যাপাচি হেলিকপ্টার হাতে পায়।