AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Subhanshu Shukla: একগাল হাসিতেই জিতে নিলেন মন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেই ‘ঘরের ছেলে’ শুভাংশু ফিরবেন ঘরে

Subhanshu Shukla: আগামিকাল, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা কথা শুভাংশু শুক্লার। অ্যাক্সিওম-৪ মিশনের সময় মহাকাশে থাকাকালীন ২৮ জুন প্রধামন্ত্রীর সঙ্গে মহাকাশ থেকে কথা বলেন শুভাংশু। এবার সামনাসামনি দেখা হওয়ার পালা।

Subhanshu Shukla: একগাল হাসিতেই জিতে নিলেন মন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেই 'ঘরের ছেলে' শুভাংশু ফিরবেন ঘরে
শুভাংশু শুক্লা।Image Credit: PTI
| Updated on: Aug 17, 2025 | 7:42 AM
Share

নয়া দিল্লি: অপেক্ষার অবসান। ঘরের ছেলে ফিরল ঘরে। দেশে ফিরলেন মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। দীর্ঘ ১ বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলেন ভারতের দ্বিতীয় মহাকাশযাত্রী।

দিল্লি বিমানবন্দরে পা রাখতেই শুভাংশু শুক্লাকে অভ্যর্থনা জানান বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উপস্থিত ছিলেন ইসরোর কর্মকর্তারাও।

আগামিকাল, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা কথা শুভাংশু শুক্লার। অ্যাক্সিওম-৪ মিশনের সময় মহাকাশে থাকাকালীন ২৮ জুন প্রধামন্ত্রীর সঙ্গে মহাকাশ থেকে কথা বলেন শুভাংশু। এবার সামনাসামনি দেখা হওয়ার পালা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই তিনি যাবেন নিজের বাড়ি লখনউতে। আগামী ২২-২৩ অগস্ট দিল্লিতে জাতীয় মহাকাশ দিবসেও অংশ নেওয়ার কথা শুভাংশুর।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সঙ্গে শুভাংশু।

প্রসঙ্গত, গতবছরের ৫ অগস্ট অ্যাক্সিওম-৪ মিশনে অংশগ্রহণ করার জন্য আমেরিকা পাড়ি দেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ু সেনার এই দক্ষ পাইলট মাসের পর মাস নিজেকে প্রস্তুত করেন মহাকাশ যাত্রার জন্য। চলতি বছরের ২৫ জুন শুভাংশু সহ ৪ জনের টিম রওনা দেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে।সেখানে ১৮ দিন কাটিয়ে গত ১৫ জুলাই মহাকাশ থেকে পৃথিবীতে ফেরত আসেন শুভাংশুরা।

শুভাংশুর এই মিশনের নেপথ্যে ছিল ভারতের বড় স্বপ্ন। ইসরোর পরবর্তী মিশন হল প্রথম যাত্রীসহ মহাকাশ যাত্রা, গগনযান ২০২৭। এই গগনযানের যাত্রীই হবেন শুভাংশু। ২০১৯ সালেই ইসরো নিজেদের হিউমান স্পেস ফ্লাইট প্রোগ্রামের জন্য শুভাংশু সহ ৪ জনকে নির্বাচন করে।

২০২০ সালে রশিয়ার কসমসে এক প্রস্থ ট্রেনিং গ্রহণ করে শুভাংশুরা। এরপর বেঙ্গালুরুতে ইসরোর প্রশিক্ষণ কেন্দ্রে চলে তাদের দ্বিতীয় দফার ট্রেনিং। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতের প্রথম হিউমান স্পেস ফ্লাইট মিশনের জন্য শুভাংশুকে, মহাকাশচারীদের দলে সামিল করা হয়। একজন এয়ার ফোর্স পাইলট হিসাবে ২০০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর।