Nepal Protest: কোথায় নামবে জানা নেই! জ্বলন্ত নেপালের আকাশে চক্কর কাটছে তিন ভারতীয় বিমান
Nepal Protest: নেপালের পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। প্রাণভয়ে রয়েছেন কে পি ওলি। তিনি সদ্য প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে। বিদেশ মন্ত্রক ভারতীয়দের সতর্ক করেছে।

কাঠমান্ডু: আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। নেপালের রাজধানী কাঠমান্ডুতে নামতে পারছে না কোনও বিমান। কিন্তু ইতিমধ্যেই যে বিমানগুলি নেপালের দিকে রওনা হয়ে গিয়েছিলে, সেগুলি মাঝ আকাশেই সমস্যায় পড়েছে। কোথায় নামছে বুঝতে পারছে না বিমানগুলি।
সূত্রের খবর, দুটি ভিস্তারা ও একটি ইন্ডিগোর বিমান নেপালের আকাশে চক্কর কাটছে। এর মধ্যে দুটি দিল্লি থেকে ও একটি মুম্বই থেকে উড়েছিল বলে জানা গিয়েছে। ৩০ থেকে ৪০ মিনিট ধরে বিমানগুলি চক্কর কাছে বলে জানা গিয়েছে। এক জায়গায় ৮-৯ বার চক্কর কেটেছে একেকটি বিমান। শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশ থেকে ও ব্যাঙ্কক থেকেও দুটি বিমান গিয়েছে নেপালে। সেদুটিরও একই অবস্থা।
বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে নাকি আপাতত বন্ধই থাকবে, সেটা জানা যায়নি। ওই বিমানগুলির কাছেও সঠিক নির্দেশ নেই বলেই মনে করা হচ্ছে। তবে আপাতত যা পরিস্থিতি, তাতে এখনই স্বাভাবিক হবে না বলেই মনে করা হচ্ছে। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের আবহে নেপালে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য বড় বার্তা দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে বলা নেপালে বসবাসকারী ভারতীয় নাগরিকদের।
