Afghanistan Embassy: ‘তাদের অভ্যন্তরীণ বিষয়’, আফগান দূতাবাস বন্ধের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ভারতের
সাংবাদিক সম্মেলনে আফগানিস্তানের দূতাবাস বন্ধের বিষয়ে অরিন্দম বাগচী বলেছেন, “আমরা যতটা বুঝেছি নয়াদিল্লিতে দূতাবাস কাজ করছে। দূতাবাসে থাকা আফগান কূটনীতিকদের সঙ্গে আমরা যোগাযোগও রেখেছি। মুম্বই এবং হায়দরাবাদের কনস্যুলেটে যে সব কূটনীতিক রয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ রয়েছে।”
নয়াদিল্লি: ভারতে দূতাবাস বন্ধের ঘোষণা করেছে আফগানিস্তান। সেখান থেকে সমস্ত কাজ বন্ধের কথাও জানানো হয়েছিল তালিবান সরকারের তরফে। কিন্তু ওই দূতাবাস কাজ করছে বলে জানালো ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।
সাংবাদিক সম্মেলনে আফগানিস্তানের দূতাবাস বন্ধের বিষয়ে অরিন্দম বাগচী বলেছেন, “আমরা যতটা বুঝেছি নয়াদিল্লিতে দূতাবাস কাজ করছে। দূতাবাসে থাকা আফগান কূটনীতিকদের সঙ্গে আমরা যোগাযোগও রেখেছি। মুম্বই এবং হায়দরাবাদের কনস্যুলেটে যে সব কূটনীতিক রয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ রয়েছে।” তবে এই দূতাবাস বন্ধের বিষয়টি সে দেশের অভ্যন্তরীন বিষয় বলেও উল্লেখ করেছেন তিনি। আফগান সরকারের এই সিদ্ধান্তকে মুম্বই ও হায়দরাবাদের কূটনীতিকরা বিরোধিতা করেছেন বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেছেন, “এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন হায়দরাবাদ এবং মুম্বইয়ে থাকা আফগান কূটনীতিকরা। দীর্ঘ সময় ধরে অ্যাম্বাসাজরের অনুপস্থিতি এবং কূটনীতিকদের ভারত ছেড়ে চলে যাওয়ার বিষয়টি নিয়েও অবহিত ছিলাম আমরা।” ভারতে থাকা আফগান নাগরিক এবং ছাত্ররা কনস্যুলেট থেকে পরিষেবা পাবেন বলেও আশা করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
সম্প্রতি আমেরিকার অ্যাম্বাসাডর পাকিস্তান সফরে এসে পাক অধিকৃত কাশ্মীরে আসতে পারেন। এই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অরিন্দম বাগচী। কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে চিহ্নিত করে তিনি আমেরিকাকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন।