Sikkim: নিখোঁজ জওয়ানের খোঁজে তল্লাশি, সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করবে সেনা
নিখোঁজ সেনা জওয়ানদের খোঁজে তিস্তা নদীর নিম্ন অববাহিকায় তল্লাশি অভিযান চালানো হবে। তিস্তা ব্যারেজেও তল্লাশি চালানো হবে। পশ্চিমবঙ্গের যে সব এলাকা দিয়ে তিস্তা নদী বয়ে গিয়েছে সেখানেও চলবে তল্লাশি। তল্লাশির জন্য তিরঙ্গা মাউন্টেন রেসকিউ দল ট্রেকার ডগ, স্পেশ্যাল ব়্যাডার ব্যবহার করা হবে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
গ্যাংটক: দক্ষিণ লোনক লেক ফেটে তিস্তা নদীতে আসা হড়পা বানে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা। এই হড়পা বানের জেরে নিখোঁজ হয়েছেন ভারতীয় সেনার বেশ কয়েক জন জওয়ান। তাঁদের মধ্যে কয়েক জনের খোঁজ মিললেও বেশ কয়েক জন এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে শুক্রবার তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি উত্তর সিকিম এবং সিকিমের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পর্যটক এবং বাসিন্দাদের উদ্ধারের কাজও চলবে আজ।
নিখোঁজ সেনা জওয়ানদের খোঁজে তিস্তা নদীর নিম্ন অববাহিকায় তল্লাশি অভিযান চালানো হবে। তিস্তা ব্যারেজেও তল্লাশি চালানো হবে। পশ্চিমবঙ্গের যে সব এলাকা দিয়ে তিস্তা নদী বয়ে গিয়েছে সেখানেও চলবে তল্লাশি। তল্লাশির জন্য তিরঙ্গা মাউন্টেন রেসকিউ দল ট্রেকার ডগ, স্পেশ্যাল ব়্যাডার ব্যবহার করা হবে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। সিকিমের সিংটামের কাছে যেখানে সেনার গাড়ি ভেসে গিয়েছিল, তা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি জওয়ানদের হারিয়ে যাওয়া অস্ত্রের একাংশ উদ্ধার হয়েছে।
শুক্রবার সকাল থেকেই সিকিমের আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। এর জেরে পুরোদমে উদ্ধার কাজ শুরু হয়েছে। সিকিমের লাচেন, লাচুং, চুংথাংয়ের মতো এলাকায় ১৪৭১ জন পর্যটক আটকে রয়েছেন। ভারতীয় সেনার ত্রিশক্তি ট্রুর সেখানে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করবে। হেলিকপ্টারের মাধ্যমে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে আনা হবে বলে জানা গিয়েছে। ভারতীয় সেনা, বায়ু সেনা এবং সিকিম সরকার একযোগে এই উদ্ধার কাজ চালাবে। এর পাশাপাশি বেশ কিছুপ রাস্তা সারাইয়ের কাজও চলবে সিকিমে। সিংটাম থেকে বুরদাং যাওয়ার রাস্তার একটি লেন দিয়ে গাড়ি চলাচল চালুর চেষ্টা চলছে।