RBI MPC Meet: পুজোর আগেই সুখবর, বাড়বে না ঋণের বোঝা, ফের অপরিবর্তিত রইল রেপো রেট
Repo Rate: শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, আরবিআই রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখছে। মনিটারি পলিসি কমিটির বৈঠকে সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে চতুর্থবার অপরিবর্তিত রইল রেপো রেট।
নয়া দিল্লি: পুজোর আগে সামান্য স্বস্তি। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অপরিবর্তিত রাখল রেপো রেট। এরফলে সুদের হার ও ইএমআই বাড়বে না। স্বস্তি পাবেন মধ্যবিত্ত সাধারণ মানুষ। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, আরবিআই রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখছে। মনিটারি পলিসি কমিটির বৈঠকে সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে চতুর্থবার অপরিবর্তিত রইল রেপো রেট।
এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, সেপ্টেম্বর মাসে মূল্যবৃদ্ধি বেশ কিছুটা কমেছে, তবে অনিশ্চয়তার মেঘ এখনই কাটছে না। চলতি অর্থবর্ষে খুচরো বা রিটেল মূল্যবৃদ্ধি ৫.৪ শতাংশ হতে পারে এবং আগামী অর্থবর্ষে তা কমে ৫.২ শতাংশে কমে দাঁড়াতে পারে।
অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধিও খুব একটা কমবে না বলেই জানান রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর। তিনি জানান, চলতি অর্থবর্ষে আসল প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আসল প্রবৃদ্ধির হার ৬.৬ শতাংশ হতে পারে।
গভর্নর শক্তিকান্ত দাশ জানান, মনিটারি পলিসি এমনভাবে নেওয়া হয়েছে যা হঠাৎ খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে সামাল দিতে পারে।
গত অগস্ট মাসেই মূল্যবৃদ্ধির হার ৬.৮৩ শতাংশ পৌঁছেছিল। সেপ্টেম্বর মাসে সেই মূল্যবৃদ্ধির হার কতটা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্ককে রিটেল মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশে ধরে রাখতে বলা হয়েছে।