AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu Kashmir: রিয়াসিতে ৭ জন, রামবানে ৪ জনের মৃত্যু, মেঘভাঙা বৃষ্টি-হড়পা বানে তছনছ উপত্যকা

J&K Disaster: শনিবার (৩০ অগস্ট) সকালে রিয়াসি জেলায় ধস নামে লাগাতার বৃষ্টির জেরে। একটি বাড়ি ভেঙে পড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়। এর মধ্যে পাঁচজনই শিশু, এদের বয়স ৪, ৬, ৮, ১০ ও ১২।

Jammu Kashmir: রিয়াসিতে ৭ জন, রামবানে ৪ জনের মৃত্যু, মেঘভাঙা বৃষ্টি-হড়পা বানে তছনছ উপত্যকা
জম্মু-কাশ্মীরে হড়পা বান, ধস।Image Credit: PTI
| Updated on: Aug 30, 2025 | 1:02 PM
Share

শ্রীনগর: উপত্যকায় একের পর এক বিপর্যয়। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টি ও ধসের জেরে কমপক্ষে ১১ জনের মৃত্যু হল। একদিকে ধস নেমেছে রিয়াসি জেলায়। অন্যদিকে, রামবানেও বাড়িঘর ভেঙে গিয়েছে বৃষ্টি ও ধসের জেরে।

শনিবার (৩০ অগস্ট) সকালে রিয়াসি জেলায় ধস নামে লাগাতার বৃষ্টির জেরে। একটি বাড়ি ভেঙে পড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়। এর মধ্যে পাঁচজনই শিশু, এদের বয়স ৪, ৬, ৮, ১০ ও ১২। শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে দেহগুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে, শ্রীনগর থেকে ১৩৬ কিলোমিটার দূরে রামবান জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমেছে। রাজগড়ে হড়পা বানে কমপক্ষে ৪ জনের মৃত্যুু হয়েছে। নিখোঁজ আরও ৪ জন। হড়পা বানে একাধিক বাড়িঘর ভেসে গিয়েছে। শুরু করা হয়েছে উদ্ধারকাজ। কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, বিগত এক সপ্তাহ ধরেই জম্মু-কাশ্মীরে লাগাতার বৃষ্টি হচ্ছে। ভেঙেছে বৃষ্টির রেকর্ড। ফুঁসছে নদীগুলি। জলের নীচে চলে গিয়েছে একাধিক পথঘাট। জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।  বিগত ৫ দিন ধরে বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। উধমপুর জেলায় ধস নেমেছে, আটকে পড়েছে ২ হাজারেরও বেশি গাড়ি। ভূমিধসে ৩৪ জনের মৃত্যুর পর আপাতত স্থগিত রাখা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রাও।