Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Act: বাংলায় ওয়াকফ অশান্তির আঁচ পড়শি রাজ্যেও, মন্ত্রী বললেন, ‘প্রাণ থাকতে আইন লাগু হতে দেব না’

Waqf Act Protest: রবিবার কংগ্রেস বিধায়ক একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "বাংলায় ওয়াকফ আইন ঘিরে কী পরিস্থিতি, সবাই জানেন। ঝাড়খণ্ডেও মানুষ ক্ষুব্ধ।"

Waqf Act: বাংলায় ওয়াকফ অশান্তির আঁচ পড়শি রাজ্যেও, মন্ত্রী বললেন, 'প্রাণ থাকতে আইন লাগু হতে দেব না'
ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারি।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Apr 14, 2025 | 11:45 AM

রাঁচী: ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত রাজ্য। অশান্তির আগুনে জ্বলছে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, জঙ্গিপুর সহ একাধিক এলাকা। এরই মধ্য়ে এবার পড়শি রাজ্যেও উঠল ওয়াকফ বিরোধিতার সুর। রবিবার ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ইরফান আনসারি বললেন, ঝাড়খণ্ডে কোনও অবস্থাতেই ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, ওয়াকফ আইনের কারণেই হিংসা ছড়াচ্ছে, সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। বাংলার পরিস্থিতির উদাহরণও দেন।

রবিবার কংগ্রেস বিধায়ক একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “বাংলায় ওয়াকফ আইন ঘিরে কী পরিস্থিতি, সবাই জানেন। ঝাড়খণ্ডেও মানুষ ক্ষুব্ধ।”

বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, “বিজেপি রাক্ষসের মতো আচরণ করছে। যার অধিকার আছে, তাকেই আক্রমণ করছে বিজেপি। ষড়যন্ত্র করে আমাদের সম্প্রদায়ের উপর অত্যাচার চালানো হচ্ছে। বিজেপিতে আমাদের সম্প্রদায়ের কোনও মন্ত্রী, বিধায়ক বা সাংসদ নেই। তাহলে বিজেপি আমাদের প্রতি এত বন্ধুত্বপূর্ণ কেন হচ্ছে? বিজেপির মুখপাত্ররা বলছেন যে ওয়াকফ বোর্ডের অধীনে আমাদের উন্নয়ন হবে। কেন আপনি আমাদের উন্নয়ন করতে চান? বিজেপি আমাদের নিয়ে চিন্তিত কেন?”

তিনি বলেন, “শুরু থেকেই বিজেপির নীতি ছিল বিভাজন এবং শাসন। ব্রিটিশরা যে নীতি অনুসরণ করত, বিজেপিও সেই নীতি অনুসরণ করছে। আগামী দিনটি খুবই ভয়ঙ্কর হতে চলেছে। আমি থাকতে রাজ্যে ওয়াকফ আইন কার্যকর হতে দেব না।