Kerala: মুখ থেকে বেরচ্ছে গ্যাঁজলা, বাবার অমতে প্রেম করার খেসারত চোকালো মেয়ে
Kerala: গত রবিবার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ১৪ বছরের ওই নাবালিকার স্কুলেরই বছর ষোলোর এক কিশোরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। সেই বিষয়টি ভালভাবে মেনে নিতে পারেননি মেয়েটির বাবা। এরপর গত বুধবার মেয়েটি বাড়িতে এলে অভিযোগ তার বাবা ফোন নিয়ে নেয়।
কেরল: একই স্কুলে পড়ে ওরা। সেখানেই পরিচয়। তারপর বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই প্রণয়ের সূত্রপাত। তবে মেয়েটির বাবা যখন জানতে পারেন সম্পর্কের কথা তখন থেকেই শুরু হল গন্ডগোল। অভিযোগ, নিজের মেয়েকে মারধর করার পর তাকে কীটনাশক খাইয়ে দিলেন তিনি।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলে। সেখানে আলুভা পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বাবাকে।
গত রবিবার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ১৪ বছরের ওই নাবালিকার স্কুলেরই বছর ষোলোর এক কিশোরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। সেই বিষয়টি ভালভাবে মেনে নিতে পারেননি মেয়েটির বাবা। এরপর গত বুধবার মেয়েটি বাড়িতে এলে অভিযোগ তার বাবা ফোন নিয়ে নেয়। বলেন, যাতে ছেলেটির আর কোনও সম্পর্ক না রাখে। তবে নাবালিকা বাবার সেই আদেশ অমান্য করে।
এরপর শুরু হয় উভয়ের মধ্যে তর্কাতর্কি। অভিযোগ, নাবালিকার বাবা তখন তাকে বেধড়ক মারধর করে। এবং বাড়িতে থাকা কীটনাশক খাইয়ে দেয়। ঘটনার পর দ্রুত পরিবারের অন্যান্য় সদস্যরা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এ দিকে, খবর পৌঁছয় পুলিশের কাছে। আলুভা পশ্চিম থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র দিয়ে হামলা করার অভিযোগে মামলা রুজু করেছে।