Lok Sabha Election 2024: ভোট-চতুর্থীতে ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৩ শতাংশ, বঙ্গে ৭৬

| Edited By: | Updated on: May 13, 2024 | 6:42 PM

Lok Sabha Poll 2024 Phase 4 Voting Live News and Updates in Bengali: ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হবে আজ। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন রয়েছে।

Lok Sabha Election 2024: ভোট-চতুর্থীতে ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৩ শতাংশ, বঙ্গে ৭৬
অন্ধ্র প্রদেশে ভোটারের সঙ্গে মারপিট বিধায়কের।Image Credit source: ANI

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আজ। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হবে আজ। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন রয়েছে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনেই ভোট গ্রহণ হবে আজ। তেলঙ্গানাতেও এক দফাতেই ১৭টি আসনে ভোট গ্রহণ হবে। এছাড়া উত্তর প্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্য প্রদেশের ৮টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৫টি ও ওড়িশার ৪টি আসনে ভোটগ্রহণ হবে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরেও আজ ভোটগ্রহণ হবে।

এই দফায় যে বড় বড় প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হবে, তার মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপির দিলীপ ঘোষ সহ প্রমুখের।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 13 May 2024 06:21 PM (IST)

    বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬২.৩১ শতাংশ

    লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটে, ৯ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে বিকেল ৫টা পর্যন্ত ৬২.৩১ শতাংশ ভোট পড়ল

    অন্ধ্রপ্রদেশ – ৬৮.০৪% বিহার- ৫৪.১৪% জম্মু ও কাশ্মীর- ৩৫.৭৫% ঝাড়খণ্ড- ৬৩.১৪% মধ্য প্রদেশ- ৬৮.০১% মহারাষ্ট্র- ৫২.৪৯% ওড়িশা- ৬২.৯৬% তেলঙ্গানা- ৬১.১৬% উত্তর প্রদেশ- ৫৬.৩৫% পশ্চিমবঙ্গ- ৭৫.৬৬%

  • 13 May 2024 04:32 PM (IST)

    তৈরি হবে কোটি কোটি লাখপতি

    উত্তর প্রদেশের রায়বরেলিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, “ওরা যদি ২২ জন বলিয়নেয়ার তৈরি করতে পারে, আমরাও কোটি কোটি লাখপতি বানাতে পারি।”

  • 13 May 2024 04:04 PM (IST)

    বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়ল ৫৩%, বাংলায় সর্বোচ্চ

    চতুর্থ দফার ভোটে বিকাল ৩টে পর্যন্ত ৫২.৬০ শতাংশ ভোট পড়ল। সর্বোচ্চ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৬৬.০৫ শতাংশ। আর সবথেকে কম জম্মু ও কাশ্মীরে,  ভোটের মাধ্যমে ২৯.৯৩%। এছাড়া, অন্ধ্র প্রদেশে ৫৫.৪৯%, বিহারে ৪৫.২৩%, ঝাড়খণ্ডে ৫৬.৪২%, মধ্য প্রদেশে ৫৯.৬৩%, মহারাষ্ট্রে ৪৮.৩৫%, ওড়িশায় ৫২.৯১%, তেলঙ্গানায় ৫২.৩৪%, উত্তর প্রদেশে ৪৮.৪১%।

  • 13 May 2024 03:38 PM (IST)

    দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৪০.৩২ শতাংশ

    নয়টি রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে দুপুর ১টার পর্যন্ত মোট ৪০.৩২ শতাংশ ভোট পড়ল। নির্বাচন কমিশন তথ্য অনুসারে, সর্বোচ্চ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৫১.৮৭ শতাংশ। আর সবথেকে কম ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরে, ২৩.৫৭ শতাংশ। এছাড়া, মধ্য প্রদেশে ৪৮.৫২ শতাংশ, অন্ধ্র প্রদেশে ৪০.২৬ শতাংশ, বিহারে ৩৪.৪৪ শতাংশ, ঝাড়খণ্ডে ৪৩.৮ শতাংশ, ওড়িশায় ৩৯.৩০ শতাংশ, মহারাষ্ট্রে ৩০.৮৫ শতাংশ, তেলঙ্গানায় ৪০.৮৩ শতাংশ এবং উত্তর প্রদেশে ৪০.৮৩ শতাংশ ভোট পড়েছে।

  • 13 May 2024 02:44 PM (IST)

    হায়দরাবাদে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর

    বোরখা সরিয়ে মুসলিম মহিলার পরিচয় পরীক্ষা করলেন হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবী লতা। সেই ঘটনার ভিডিয়ো অনলাইনে ফাঁস হতেই, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। হায়দরাবাদ জেলা নির্বাচন অফিসারের অভিযোগের ভিত্তিতে জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে মালাকপেট থানায় এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

  • 13 May 2024 01:58 PM (IST)

    সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২৪ শতাংশ

    লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। সকাল ১১টা পর্যন্ত দেশে মোট ২৪.৮৭ শতাংশ ভোট পড়েছে। ভোটের হার সবথেকে বেশি পশ্চিমবঙ্গে। ৩২.৭৮ শতাংশ ভোট পড়েছে।  উত্তর প্রদেশে ২৭.১২ শতাংশ,  অন্ধ্র প্রদেশে ২৩.১০ শতাংশ, বিহারে ২২.৫৪ শতাংশ,  জম্মু ও কাশ্মীরে ১৪.৯৪ শতাংশ, ঝাড়খণ্ডে ২৭.৪০ শতাংশ,  মধ্য প্রদেশে ৩২.৩৮ শতাংশ,  মহারাষ্ট্রে ১৭.৫১ ​​শতাংশ, ওড়িশায় ২৩.২৮ শতাংশ ও তেলঙ্গানায় ২৪.৩১ শতাংশ ভোট পড়েছে।

  • 13 May 2024 01:56 PM (IST)

    ভোট দিলেন সুমিত্রা মহাজন

    ইন্দোরে ভোট দিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন।

  • 13 May 2024 01:41 PM (IST)

    দিল্লি বেশি দূর নয়: কানহাইয়া কুমার

    দিল্লি উত্তর-পূর্বের প্রার্থী কানহাইয়া কুমার ভোট দিয়ে বলেন, “আমাদের নৈতিক দায়িত্ব ভোট দেওয়ার। দিল্লি দূর নয়। আমি গত ২২ বছর ধরে বাড়ি থেকে দূরে রয়েছি, কিন্তু আমি বরাবর ভোট দিই।”

  • 13 May 2024 01:38 PM (IST)

    বিয়ের আগে ভোট

    বর বেশেই জম্মু-কাশ্মীরে ভোট দিলেন এক যুবক।

  • 13 May 2024 12:49 PM (IST)

    বিজেপি কর্মীদের আটকের অভিযোগ

    তেলঙ্গানাতেও অশান্তি। হায়দরাবাদে কয়েকজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ পেতেই মঙ্গলহাট পুলিশ স্টেশনে পৌঁছন হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাধবীলতা।

  • 13 May 2024 12:47 PM (IST)

    ভোটারকে চড় বিধায়কের

    অন্ধ্র প্রদেশের গুন্টুরে ভোটগ্রহণ চলাকালীন তুমুল অশান্তি। অভিযোগ, ওয়াইএসআরসিপি-র বিধায়ক তথা বিধানসভা নির্বাচনের প্রার্থী শিবকুমার লাইন ভেঙে ভোট দিতে যাচ্ছিলেন। এক ভোটার আপত্তি করলে, তাকে চড় মারেন বিধায়ক। এই নিয়ে হাতাহাতি বেঁধে যায়।

  • 13 May 2024 11:46 AM (IST)

    লখিমপুর খেরিতে ভোট দিলেন অজয় মিশ্র তেনী

    উত্তর প্রদেশের লখিমপুর খেরি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র তেনী। এদিন তিনি বানভিরপুর বুথে গিয়ে ভোট দেন।

  • 13 May 2024 11:22 AM (IST)

    ভোট দিলেন কৈলাশ বিজয়বর্গীয়

    মধ্য প্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ইন্দোরের একটি বুথে ভোট দিলেন।

  • 13 May 2024 10:06 AM (IST)

    সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১০.৩৫ শতাংশ

    চতুর্থ দফার ভোটে সকালেই ভোটারদের মধ্যে ভাল সাড়া। সকাল ৯টা পর্যন্ত দেশজুড়ে  ১০.৩৫ শতাংশ ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। ১৫.২৪ শতাংশ ভোট পড়েছে রাজ্যে। বিহারে ১০.১৮ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৫.০৭ শতাংশ,  ঝাড়খণ্ড ১১.৭৮ শতাংশ,  মধ্য প্রদেশে ১৪.৯৭ শতাংশ,  মহারাষ্ট্রে ৬.৪৫ শতাংশ, ওড়িশায় ৯.২৩ শতাংশ,  তেলঙ্গানায় ৯.৫১ শতাংশ,  উত্তর প্রদেশে ১১.৬৭ শতাংশ ভোট পড়েছে।

  • 13 May 2024 09:59 AM (IST)

    ভোট দিতে এলেন কাশ্মীরী পণ্ডিতরাও

    জম্মু-কাশ্মীরের পণ্ডিতরাও এবার ভোট দিতে এলেন।

  • 13 May 2024 09:49 AM (IST)

    ভোট দিলেন জিতিন প্রসাদ

    উত্তর প্রদেশের শাহজাহানপুরে ভোট দিলেন রাজ্যমন্ত্রী জিতিন প্রসাদ।

  • 13 May 2024 09:47 AM (IST)

    ন্যাশনাল কনফারেন্সের কর্মীদের আটকে রাখার অভিযোগ

    কাশ্মীরে ভোট দিলেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা ও তাঁর ছেলে ওমর আবদুল্লা। ফারুক আবদুল্লা বলেন, “ওরা বলছে কোনও অশান্তি নেই, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কিন্তু আমাদের কর্মীদের দুইদিন ধরে বন্দি করে রাখা হয়েছে।”

  • 13 May 2024 09:08 AM (IST)

    ফারুখাবাদ-কনৌজে ভোট দিতে বাধা, অভিযোগ সপার

    উত্তর প্রদেশের ভোটেও অশান্তি। সমাজবাদী পার্টির অভিযোগ, ফারুখাবাদ এবং কনৌজে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। সপা-র কর্মীকে এজেন্ট হতে দেওয়া হচ্ছে না। ফারুখাবাদের আলীগঞ্জের ৩৭৭ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার সপার ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। কনৌজ লোকসভার ৪১৮ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ।

  • 13 May 2024 09:03 AM (IST)

    অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিন: আল্লু অর্জুন

    সকালেই নিজের ভোট দিলেন সুপারস্টার আল্লু অর্জুন। তিনি বললেন, “আগামী পাঁচ বছরের জন্য় আজকের দিনটি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।”

    Image

  • 13 May 2024 09:01 AM (IST)

    ভোট দিলেন চিরঞ্জীবী

    দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীও সকালেই ভোট দিলেন হায়দরাবাদে। তিনি বলেন, “সকলকে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাচ্ছি।”

  • 13 May 2024 08:58 AM (IST)

    আত্মবিশ্বাসী অধীর

    অধীর চৌধুী বলেন, “আমি ভোট নিয়ে আত্মবিশ্বাসী। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে, তবে বড় ঘটনা ঘটেনি। ইউসুফ পাঠানকে নিয়ে আমার কোনও সমস্যা নেই। আমার কোনও ব্যক্তির সঙ্গে নয়, দলের সঙ্গে লড়াই।”

  • 13 May 2024 08:54 AM (IST)

    ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি

  • 13 May 2024 08:15 AM (IST)

    বুথে ওয়াইসি

    হায়দরাবাদে ভোট দিলেন এআইএমআইএম প্রার্থী আসাউদ্দিন ওয়াইসি।

  • 13 May 2024 08:07 AM (IST)

    ভোট দিলেন চন্দ্রবাবু নাইডু

    গুন্টুরের একটি বুথে সকালেই ভোট দিলেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। আজ অন্ধ্র প্রদেশে লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনও।

  • 13 May 2024 08:06 AM (IST)

    সুশাসনের জন্য ভোট চাইলেন জগন্মোহন রেড্ডি

    সকালেই রাস্তায় নেমে পড়লেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি। ভোটারদের উদ্দেশে বললেন, “আপনারা বিগত ৫ বছরে শাসন দেখেছেন। যদি মনে হয় আপনারা এতে উপকৃত হয়েছেন, তবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিন।”

  • 13 May 2024 07:30 AM (IST)

    কাশ্মীরে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ

    কড়া নিরাপত্তার মাঝেই জম্মু-কাশ্মীরের বাদগামে শুরু হল ভোট গ্রহণ।

  • 13 May 2024 07:19 AM (IST)

    ভোটের লাইনে জুনিয়র এনটিআর

    আর পাঁচজন সাধারণ ভোটারের মতোই লাইনে দাঁড়িয়ে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। হায়দরাবাদের জুবিলি হিলসে ভোট দিতে আসেন তিনি।

  • 13 May 2024 07:13 AM (IST)

    ভোট দিলেন মন্ত্রী সুরেশ খান্না

    ভোট গ্রহণ শুরু হতেই উত্তর প্রদেশের মন্ত্রী সুরেশ খান্না ভোট দিলেন শাহজাহানপুরের একটি বুথে।

  • 13 May 2024 07:10 AM (IST)

    শুরু হল ভোট গ্রহণ

    লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হল। সকাল থেকেই বুথে ভোটারদের লম্বা লাইন।

  • 13 May 2024 06:30 AM (IST)

    কাদের ভাগ্য পরীক্ষা আজ?

    এই দফায় যে বড় বড় প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হবে, তার মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপির দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সহ প্রমুখের।

  • 13 May 2024 06:11 AM (IST)

    চলছে মক পোল

    ভোট শুরুর আগেই বিভিন্ন বুথে ইভিএম পরীক্ষা করতে চলছে মক পোল।

  • 13 May 2024 06:09 AM (IST)

    সকাল ৭টা থেকে শুরু ভোট গ্রহণ

    আজ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। ইতিমধ্যেই বুথগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Published On - May 13,2024 6:07 AM

Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...