COVID-19 JN.1 Variant: হু হু করে ছড়াচ্ছে JN.1 ভ্যারিয়েন্ট, এই রাজ্যেই মিলল ৯ আক্রান্তের খোঁজ

COVID-19 Cases: জানা গিয়েছে, জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে ৫ জন থানে সিটির বাসিন্দা, ২ জন পুণে সিটির। পুণে জেলার আকোলা সিটি ও সিন্ধুদুর্গ জেলা থেকেও একজন করে আক্রান্তের খোঁজ মিলেছে। আরেক পুণের বাসিন্দা, যিনি করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, তিনি আমেরিকা গিয়েছেন।

COVID-19 JN.1 Variant: হু হু করে ছড়াচ্ছে JN.1 ভ্যারিয়েন্ট, এই রাজ্যেই মিলল ৯ আক্রান্তের খোঁজ
আবারও বাড়ছে করোনা, ফিরছে মাস্ক।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 25, 2023 | 10:23 AM

মুম্বই: নতুন বছরে কি আবার লকডাউন (Lockdown)? করোনা আতঙ্ক ফিরতেই প্রশ্ন অনেকের মনে। একাধিক রাজ্যে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ (COVID-19)। কেন্দ্রের নির্দেশ মতো করোনা পরীক্ষার হার বাড়াতেই নিত্যদিন মিলছে আক্রান্তের খোঁজ। এবার উদ্বেগ মহারাষ্ট্র(Maharashtra)-কে নিয়ে। রবিবার মহারাষ্ট্রে নতুন করে ৫০ জন করোনা রোগীর খোঁজ মেলে। তবে আসল উদ্বেগের কারণ হল, আক্রান্তদের মধ্যে ৯ জনই করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ (JN.1)-এ আক্রান্ত। 

রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রবিবার মহারাষ্ট্রে নতুন করে ৫০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। বিগত কয়েকদিনে যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৯ জন জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্ত। এই নিয়ে রাজ্যে মোট ১০ জনের নমুনায় করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিস মিলল।

জানা গিয়েছে, জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে ৫ জন থানে সিটির বাসিন্দা, ২ জন পুণে সিটির। পুণে জেলার আকোলা সিটি ও সিন্ধুদুর্গ জেলা থেকেও একজন করে আক্রান্তের খোঁজ মিলেছে। আরেক পুণের বাসিন্দা, যিনি করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, তিনি আমেরিকা গিয়েছেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্ত সকলেই ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

প্রসঙ্গত, সম্প্রতিই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনার এই নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এটিকে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্টের তালিকাভুক্ত করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট অতি দ্রুত সংক্রমণ ছড়াতে পারলেও, গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তির হার তুলনামূলকভাবে কম। ভারতেও এখনও অবধি জেএন.১ ভ্যারিয়েন্টে যত সংখ্যক আক্রান্তের খোঁজ মিলেছে, তাদের মধ্যে ৯২ শতাংশই বাড়িতে চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠেছেন। জ্বর, সর্দি, কাশি হলে চিকিৎসকরা মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।