Crime: ধর্ষণের অভিযোগে ১ বছর আগে গ্রেফতার, জামিন পেতেই নির্যাতিতাকে গুলি করল অভিযুক্ত
Crime: গত বছর অভিযুক্তের বিরুদ্ধে তিনি ধর্ষণের অভিযোগ আনেন। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি জামিনে মুক্তি পেতেই অভিযুক্ত ওই মহিলার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তিনি কোনও জবাব দেননি।

নয়া দিল্লি: গত বছর ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। গ্রেফতারও হয়েছিল অভিযুক্ত। জামিন পেতেই নিল প্রতিশোধ। প্রকাশ্য রাস্তায় মহিলাকে গুলি করল অভিযুক্ত।
শনিবার দিল্লির বসন্ত বিহারে এক মহিলাকে গুলি করে অন্তর্বর্তী জামিনে মুক্ত এক অভিযুক্ত। তাঁর সঙ্গে ছিল আরও এক যুবক। দুইজনকেই গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, ওই মহিলা একটি স্যলনের ম্যানেজার। গত বছর অভিযুক্তের বিরুদ্ধে তিনি ধর্ষণের অভিযোগ আনেন। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি জামিনে মুক্তি পেতেই অভিযুক্ত ওই মহিলার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তিনি কোনও জবাব দেননি।
এরপরই অভিযুক্ত যুবক ও তাঁর এক সঙ্গী বাইকে করে গত বুধবার ওই মহিলাকে ধাওয়া করে। অভিযুক্ত ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায়। মহিলার বুকে গুলি লাগে। ঘটনাস্থলের কাছেই পুলিশ উপস্থিত থাকায় দ্রুত তাঁকে পিসিআর ভ্যানে করে এইমসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই মহিলা চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
পুলিশ সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েই ১ অগস্ট অভিযুক্তদের গ্রেফতার করে। মূল অভিযুক্তের কাছ থেকে বন্দুক উদ্ধার করা হয়েছে।

