Ballygunj Money Recovery: ‘কয়লা শেষ পর্যন্ত ছাই হবে’, দিল্লিতে ইডি অফিসে ঢোকার আগে TV9 বাংলার মুখোমুখি জিট্টাভাই

Enforcement Directorate: নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে জিট্টাভাই বললেন, 'বাপ জন্মে আমি কোনওদিন শেয়ার কিনিনি। তাহলে শেয়ারের বিষয়টি এল কীভাবে।'

Ballygunj Money Recovery: 'কয়লা শেষ পর্যন্ত ছাই হবে', দিল্লিতে ইডি অফিসে ঢোকার আগে TV9 বাংলার মুখোমুখি জিট্টাভাই
মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাই
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 2:53 PM

নয়া দিল্লি: বালিগঞ্জ থেকে কোটি টাকা উদ্ধারের (Manjit Singh Grewal) ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। আর এরই মধ্যে বুধবার সকালে দিল্লিতে ইডির (Enforcement Directorate) অফিসে ডেকে পাঠানো হয়েছে মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাইকে। সূত্রের খবর, শেয়ার প্রতারণা থেকে শুরু করে আয়কর না জমা দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। পাশাপাশি কয়লা পাচারের টাকাও এই কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ ইডির তদন্তকারী আধিকারিকদের। দিল্লির প্রবর্তন ভবনে ঢোকার আগে টিভি নাইন বাংলার মুখোমুখি জিট্টাভাই। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে তিনি বললেন, ‘বাপ জন্মে আমি কোনওদিন শেয়ার কিনিনি। তাহলে শেয়ারের বিষয়টি এল কীভাবে।’

মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাই আরও বলেন, ‘কখনও কয়লা আসছে, কখনও শেয়ার আসছে। আমার কাছে পাঁচ বছরের আয়কর সংক্রান্ত নথি এবং অন্যান্য নথি চাওয়া হয়েছে। আমি সেগুলি সঙ্গে নিয়ে এসেছি। ওই কয়লা শেষ পর্যন্ত ছাই হবে। আর কিছুই নয়।’

উল্লেখ্য, ওই ব্যক্তি ভবানীপুর এলাকার এক ব্যবসায়ী। তিনি দীর্ঘ কয়েক পুরুষ ধরে কলকাতার বাসিন্দা। কলকাতার শরৎ বোস রোডের ধারে তাঁদের একটি ধাবা রয়েছে। পাশাপাশি দক্ষিণ কলকাতা এলাকার সাম্প্রতিক একাধিক নির্মাণের সঙ্গে মনজিৎ সিং জিট্টার নাম জড়িয়ে রয়েছে। এছাড়া পানশালা, হোটেল ও রিসর্টের ব্যবসাও রয়েছে তাঁর। ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত বেশ কিছু সম্পত্তিও কিনেছেন তিনি, এমন তথ্যও উঠে আসছে।

এদিকে বালিগঞ্জের টাকা উদ্ধারের ঘটনায় জিট্টাভাইয়ের নাম জড়াতেই তাঁর রাজনৈতিক আনুগত্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি জিট্টা ভাইয়ের বেশ কয়েকটি ছবি টুইট করেছেন। সেই টুইটে কোনও ছবিতে জিট্টাভাইকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। আবার কখনও তাঁকে দেখা গিয়েছে মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পাল্টা মুখ্যমন্ত্রীও একটি ছবি বিধানসভায় দেখিয়েছিলেন, যেখানে আবার শুভেন্দুর সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে জিট্টা ভাইকে।