AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: শনিবার গুজরাটে মেগা ইভেন্ট, ৩৪ হাজার কোটিরও বেশি প্রকল্পের দরজা খুলছে মোদীর হাত ধরে

PM Narendra Modi: সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে জাহাজ নির্মাণ, বন্দর আধুনিকীকরণ, গ্রিন এনার্জি এবং উপকূলীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতির দিকেই। একইসঙ্গে তিনি লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স পরিদর্শন করবেন। বিবৃতিতে বলা হয়েছে, সামুদ্রিক খাতের নানা প্রকল্পের উন্নয়নে নতুন করে জোর দিতে চাইছে সরকার। সে কারণেই শুধু সামুদ্রিক খাতে একাধিক প্রকল্পে ৭,৮৭০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।

PM Modi: শনিবার গুজরাটে মেগা ইভেন্ট, ৩৪ হাজার কোটিরও বেশি প্রকল্পের দরজা খুলছে মোদীর হাত ধরে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 19, 2025 | 9:06 PM
Share

নয়া দিল্লি: ৩৪ হাজার ২০০ কোটি টাকারও বেশি একাধিক প্রকল্পের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। বিশেষ নজর সমুদ্র খাতের একাধিক প্রকল্পের উপর। তাতে একাধারে বাণিজ্যের পরিধি যেমন বাড়বে, তেমনই জলপথে ভারতের শক্তিও আরও বেশ খানিকটা বাড়তে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের। 

শনিবার ভাবনগরে ‘সমুদ্র থেকে সমৃদ্ধি’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানেই উদ্বোধন করতে চলেছেন একগুচ্ছ প্রকল্পের। এখন গুজরাট থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই এ বিষয়ে পিআইবি-র তরফে একটি বিবৃতি সামনে এসেছে। তাতেই এ বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সামুদ্রিক খাতের নানা প্রকল্পের উন্নয়নে নতুন করে জোর দিতে চাইছে সরকার। সে কারণেই শুধু সামুদ্রিক খাতে একাধিক প্রকল্পে ৭,৮৭০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে যেমন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন রয়েছে, তেমনই একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হবে। 

সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে জাহাজ নির্মাণ, বন্দর আধুনিকীকরণ, গ্রিন এনার্জি এবং উপকূলীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতির দিকেই। একইসঙ্গে তিনি লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স পরিদর্শন করবেন। এই কমপ্লেক্সটি প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা ব্য়য়ে নির্মিত হচ্ছে।