JNU on Boycott Turkey: ‘দেশের পাশে JNU’! তুরস্ককে নিয়ে বড় ঘোষণা ভারতের এই সেরা বিশ্ববিদ্যালয়ের
Boycott Turkey-Azerbaijan: ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় JNU। তারাই এবার স্থগিত করল এই MoU। জানা গিয়েছে, ২০২৫-এর ৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। এটি ২ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল।

নয়া দিল্লি: পহেলগাঁওয়ে হামলার পরই পাকিস্তানের থাকা একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। দু’দেশর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়ায় তুরস্ক এবং আজারবাইজানের মতো দেশ। এমনকী পাকিস্তানকে রীতিমতো অস্ত্র দিয়েও সাহায্য করে তুরস্ক। এই কারণেই ভারতের রোষানলে পড়েছিল দুই দেশ। এই আবহে পর্যটন বাতিলের পাশাপাশি এবার আরও বড় সিদ্ধান্ত নেওয়া হল তুরস্ককে নিয়ে। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত মৌ (MoU) চুক্তি স্থগিত করেছে। জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।
ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় JNU। তারাই এবার স্থগিত করল এই MoU। জানা গিয়েছে, ২০২৫-এর ৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। এটি ২ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। চুক্তির অধীনে থাকা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও পড়ুয়া বিনিময়ের পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে সাম্প্রতিক সময়ে আঙ্কারা ও ইসলামাবাদ কাছাকাছি ঘেঁষতেই বয়কট শুরু হয়েছে।
JNU-র তরফে নিজেদের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,’জাতীয় নিরাপত্তা বিবেচনায়, জেএনইউ ও তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল। জেএনইউ দেশের পাশে আছে।’
Due to National Security considerations, the MoU between JNU and Inonu University, Türkiye stands suspended until further notice. JNU stands with the Nation. #NationFirst @rashtrapatibhvn @VPIndia @narendramodi @PMOIndia @AmitShah @DrSJaishankar @MEAIndia @EduMinOfIndia
— Jawaharlal Nehru University (JNU) (@JNU_official_50) May 14, 2025
উল্লেখ্য, তুরস্কে যে সময় ভূমিকম্প হয়েছিল সেই সময় সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত। ত্রাণ দেওয়া থেকে শুরু করে উদ্ধারকাজ, সবেতেই সাহায্য করা হয়েছিল। সেই তুরস্ক ভারতের পাশে না দাঁড়িয়ে অস্ত্র সমেত সাহায্য করেছে পাকিস্তানকে। এবার তারই ফল ভোগ করছে তারা। ইজমাইট্রিপ (EaseMyTrip) নামক একটি ট্রাভেল সংস্থাও তুরস্ক ও আজারবাইজানের সমস্ত ফ্লাইট ও হোটেলের বুকিং বাতিল করে দিয়েছে।তুরস্কের ২২ শতাংশ বুকিং ক্য়ানসেল হয়ে গিয়েছে। আর একের পর এক ট্রিপ বাতিল হতেই ভারতীয়দের জন্য বিশেষ বার্তাও দেওয়া হয় তুরস্কর তরফে। যদিও, তা কানে তুলতে নারাজ ভারতবাসী।

