High Court: বিচ্ছেদের পর মুসলিম মহিলাও খরপোষ দাবি করতে পারেন, জানাল হাইকোর্ট
Patan High Court Divorce Case: বিয়ের পরেই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিলেন ওই মহিলা। এমনকি, গার্হস্থ্য হিংসা এতটাই বেড়েছিল যে বাধ্য হয়েই তাঁকে নিজের বাড়িতে ফিরে যেতে হয় বলে অভিযোগ করেন তিনি। এরপর ২০১৩ সালে ইসলামিক বা মুসলিম ধর্ম মতে বিবাহবিচ্ছেদ হয়।

পটনা: একজন মুসলিম মহিলাও খোরপোষ চাইতে পারবেন, সেটা তাঁর প্রাপ্য, জানাল পটনা হাইকোর্ট। সম্প্রতি একটি মামলায় এমন রায় দিল পটনার পারিবারিক আদালতের বিচারপতি জিতেন্দ্র কুমারের সিঙ্গল বেঞ্চ। প্রাক্তন স্বামীকে প্রতিমাসে সাত হাজার টাকা খরপোষ প্রদানের নির্দেশ দিলেন বিচারপতি।
আইনের খবর পরিবেশনকারী সংবাদমাধ্যম লাইভ ল-র একটি প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পরেই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিলেন ওই মহিলা। এমনকি, গার্হস্থ্য হিংসা এতটাই বেড়েছিল যে বাধ্য হয়েই তাঁকে নিজের বাড়িতে ফিরে যেতে হয় বলে অভিযোগ করেন তিনি। এরপর ২০১৩ সালে ইসলামিক বা মুসলিম ধর্ম মতে বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদ ‘পারস্পরিক সম্মতিতে’ হওয়ায় যুক্তি তুলে প্রাক্তন স্বামী ওই মহিলাকে খরপোষ দিতে রাজি হয় না। এরপর উচ্চ আদালতে দ্বারস্থ হন মহিলা। শুরু হয় শুনানি।
আদালতে ওই মহিলার প্রাক্তন স্বামীর দাবি, পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ হওয়া সত্ত্বেও স্ত্রীকে তিনি ১ লক্ষ টাকা খরপোষ হিসাবে দিয়েছিলেন। তাই প্রাক্তন স্ত্রীর প্রতি তাঁর আর কোনও দায় নেই। কিন্তু বিচারপতি ওই ব্যক্তির যুক্তি খারিজ করে দেন। তুলে ধরে শাহবানো মামলার কথা। সাফ জানিয়ে দেন, প্রাক্তন স্ত্রীর দায়িত্ব তাঁকে নিতেই হবে।
আদালতের পর্যবেক্ষণ, ‘এক মুহূর্তের জন্য ধরে নিলাম পারস্পরিক সম্মতিতেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু তারপরেও প্রাক্তন স্ত্রী তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে ভরণপোষণ বা খরপোষ পাওয়ার জন্য যোগ্য, তাঁর সম্পূর্ণ অধিকার রয়েছে। কারণ, মামলাকারী পুনরায় বিয়ে করেননি। আর তাঁর প্রাক্তন স্বামীও তাঁর (স্ত্রী-র) ভবিষ্যতের জন্য কোনও ব্যবস্থা করে দেননি। এই যুক্তিতেই মামলাকারীর ভরণপোষণের দায়িত্ব তাঁর প্রাক্তন স্বামীকে নিতে হবে।’
এদিন আদালতের কাছে প্রতিমাসে ভরণপোষণ হিসাবে ১৫ হাজার টাকা চেয়েছিলেন ওই মহিলা। তাঁর যুক্তি, প্রাক্তন স্বামী বিদেশে কাজ করেন। মাসে ১ লক্ষ টাকার অধিক আয়। তবে মামলাকারীর সেই আবেদন পুরোপুরিভাবে রাখেনি আদালত। বরং, ভরণপোষণ হিসাবে প্রাক্তন স্বামীকে প্রতি মাসে ৭ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
