Narendra Modi : ফের সূচিতে বদল! বৃহস্পতিতেও নমোর সঙ্গে প্রাতঃরাশ হচ্ছে না বঙ্গীয় পদ্ম সাংসদদের
Narendra Modi : প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য প্রথমে সময় দেওয়া হয়েছিল বুধবার সকালে। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে দেখা করার কথা ছিল সাংসদদের। পরবর্তী সময়ে সেই সূচি বদল করে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা করা হয়েছিল। এবার ফের একবার তা বাতিল হল।
কলকাতা ও নয়া দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দরবারে বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল বাংলার বিজেপি সাংসদদের (BJP MPs)। কিন্তু, এবার বাংলার বিজেপি সাংসদের সেই সূচি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর আগে থেকে কর্মসূচি থাকায় বিজেপি সাংসদদের সময় দিতে পারছেন না প্রধানমন্ত্রী। বাংলার বিজেপি সাংসদরা কবে মোদীর সঙ্গে দেখা করতে পারবেন, সেই বিষয়ে পরে জানানো হবে। অর্থাৎ, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতঃরাশ এখনই হচ্ছে না বঙ্গের পদ্ম সাংসদদের। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য প্রথমে সময় দেওয়া হয়েছিল বুধবার সকালে। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে দেখা করার কথা ছিল সাংসদদের। পরবর্তী সময়ে সেই সূচি বদল করে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা করা হয়েছিল। এবার ফের একবার তা বাতিল হল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিজেপি সাংসদদের ঠিক কী বিষয়ে আলোচনা হওয়ার ছিল, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্য়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বেহাল দশা, তাতে অনুমান করা হচ্ছিল, যেভাবে একের পর এক জনপ্রতিনিধিকে গুলি করে হত্যা করা হচ্ছে, সাংসদ আক্রান্ত হচ্ছেন সেই সব বিষয়গুলিকেই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন বিজেপি সাংসদরা। এছাড়া বগটুই হত্যাকাণ্ডে যে নৃশংসতা দেখা গিয়েছে, যেভাবে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই পৈশাচিক পরিস্থিতির কথাও প্রধানমন্ত্রীর সামনে উত্থাপন করার চিন্তাভাবনা করছিলেন বিজেপি সাংসদরা। দলীয় সূত্র মারফত এমনটাই জানা গিয়েছিল। এর পাশাপাশি, সোমবার সংসদে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যে ৩৫৫ ধারা জারি করারও দাবি রেখেছিলেন। সেই বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার সম্ভাবনা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার কারণে আপাতত সময় দিতে পারছেন না বিজেপি সাংসদদের।
উল্লেখ্য, সম্প্রতি বগটুই হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলার বিজেপি সাংসদরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন। রাজ্যে অবিলম্বে ৩৫৬ ধারা জারি করার দাবি করেছিলেন সাংসদরা। অমিত শাহর সঙ্গে দেখে করে বেরিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমন একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদদের দেখা করার পরিকল্পনা, রাজ্যের শাসক দলকে আরও বেশি করে চাপে ফেলার একটি কৌশল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
আরও পড়ুন : Molestation in Salt Lake: হেঁটে যাওয়ার সময় মুখ চেপে ধরতে চাইল কেউ, সন্ধ্যা নামলেই বিপদ ওঁৎ পাতছে সল্টলেকে?