Narendra Modi: এই নিয়ে ২৫টা আন্তর্জাতিক সম্মাননা, প্রথম বিদেশি নেতা হিসাবে ত্রিনিদাদে বিশেষ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদী
Narendra Modi: ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু প্রধানমন্ত্রী মোদীকে ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী মোদীর দু'দিনের পোর্ট অফ স্পেন সফরে রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু এই পুরস্কার দেন। আর এক সম্মাননা মোদী তাঁর দেশের ১৪০ কোটি ভারতীয়কে উৎসর্গ করেছেন।

নয়া দিল্লি: উত্তর অতলান্তিক সাগরের ছোট্ট দু’টি দ্বীপ! আর তা নিয়েই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, একটা রাষ্ট্র। সেখান থেকেই বিশেষ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’ সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি হলেন দ্বীপরাষ্ট্রটির প্রথম বিদেশি নেতা, যিনি এই মর্যাদা পেলেন। প্রধানমন্ত্রী মোদীর ঝুলিতে এখন ২৫টি আন্তর্জাতিক সম্মাননা।
#WATCH | Christine Kangaloo, the President of Trinidad and Tobago, confers Trinidad and Tobago’s highest national award, “The Order of the Republic of Trinidad & Tobago,” on Prime Minister Narendra Modi
(Source: ANI/DD) pic.twitter.com/DQVJIhfJxu
— ANI (@ANI) July 4, 2025
ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু প্রধানমন্ত্রী মোদীকে ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী মোদীর দু’দিনের পোর্ট অফ স্পেন সফরে রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু এই পুরস্কার দেন। আর এক সম্মাননা মোদী তাঁর দেশের ১৪০ কোটি ভারতীয়কে উৎসর্গ করেছেন।
দক্ষিণ আমেরিকা মহাদেশের এই দেশেই বৃহস্পতিবার গিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই সফরে গিয়েই আপ্লুত হয়েছেন মোদী। সে দেশের বর্তমান তথা প্রথম মহিলা প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিশ্বেশ্বরের পূর্বপুরুষেরাও থাকতেন বিহারের বক্সার জেলায়। আর সে কারণেই সেদেশের মাটিতে দাঁড়িয়েও মোদীর মুখে বারবার উঠে এসেছে বিহার প্রসঙ্গ।
উল্লেখ্য, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় প্রায় ১৩ লক্ষ মানুষের বাস। তাঁদের মধ্যে ৪৫ শতাংশই ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বংশোদ্ভূতদের অনেকেই আবার বিহার এবং উত্তরপ্রদেশের ভোজপুরিভাষী জেলাগুলির বাসিন্দা। সেই প্রসঙ্গও মোদীর মুখে বারবার উচ্চারিত হয়েছে। মোদীকে বিশ্বের সবচেয়ে সম্মানিত দূরদর্শী নেতাদের একজন হিসাবে উল্লেখ করেছেন ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসা।

