AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: বিশ্ব মানচিত্রে শিল্পের হাব হবে ভারত, ১৮ বছর আগে জাপান সফরে লক্ষ্য স্থির করেছিলেন মোদী

PM Modi in Japan: ২ দিনের সফরে আজ (২৯ অগস্ট) জাপানের টোকিয়োতে পা রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন জাপানে পা রেখেই সেখানকার শিল্পপতিদের প্রধানমন্ত্রী বার্তা দেন, "ভারতে পণ্য উৎপাদন করুন, বিশ্বে রফতানি করুন।" এদিন টোকিয়োতে পা রাখার আগে ১৮ বছর আগের জাপান সফরের স্মৃতি ভাগ করে নিয়েছেন মোদী।

PM Modi: বিশ্ব মানচিত্রে শিল্পের হাব হবে ভারত, ১৮ বছর আগে জাপান সফরে লক্ষ্য স্থির করেছিলেন মোদী
১৮ বছর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে জাপান সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী Image Credit: Social Media
| Updated on: Aug 29, 2025 | 12:20 PM
Share

নয়াদিল্লি: ভারতে পণ্য উৎপাদনে জোর দিক আন্তর্জাতিক কোম্পানিগুলি। এখানে উৎপাদিত পণ্য দেশ-বিদেশে ছড়িয়ে পড়ুক। সেই লক্ষ্যে ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরই ‘মেক ইন ইন্ডিয়া’-র আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই যে তিনি মেক ইন ইন্ডিয়ার বার্তা দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছিলেন, সেই ছবি সামনে এল। ২০০৭ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই জাপানে গিয়ে সেখানকার কর্পোরেট জায়ান্টদের ভারতে আসার আহ্বান জানিয়েছিলেন মোদী। গুজরাটে শিল্পের জন্য বার্তা দিয়েছিলেন।

২ দিনের সফরে আজ (২৯ অগস্ট) জাপানের টোকিয়োতে পা রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন জাপানে পা রেখেই সেখানকার শিল্পপতিদের প্রধানমন্ত্রী বার্তা দেন, “ভারতে পণ্য উৎপাদন করুন, বিশ্বে রফতানি করুন।” এদিন টোকিয়োতে পা রাখার আগে ১৮ বছর আগের জাপান সফরের স্মৃতি ভাগ করে নিয়েছেন মোদী।

২০০৭ সালের এপ্রিলে ৪০ জন আমলা ও শিল্পপতিদের একটি প্রতিনিধি দলকে নিয়ে জাপান গিয়েছিলেন মোদী। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। তাঁর একটাই লক্ষ্য ছিল, বিশ্বের শিল্প, পরিকাঠামো মানচিত্রে গুজরাট তথা ভারতকে শিল্পের হাব হিসেবে প্রতিষ্ঠিত করা।

১৮ বছর আগে ৬ দিনের ওই সফরে জাপানের টোকিয়ো, ওসাকা, হিরোসিমা এবং কোবেতে গিয়েছিলেন মোদী। মিটসুবিশি, মিটসুই, সুমিটোমো, সুজুকি, তোশিবা, নিপ্পন স্টিল-সহ বেশ কয়েকটি কর্পোরেট জায়ান্টের সঙ্গে বৈঠক করেছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী। গুজরাটকে বিনিয়োগ বান্ধব রাজ্য হিসেবে শিল্পপতিদের কাছে তুলে ধরেছিলেন। মোদীর ওই সফরেরই জাপান এক্সটারন্যাল ট্রেড অর্গানাইজেশন (JETRO)-র সঙ্গে গুজরাটের ইন্ডাস্ট্রিজ দফতরের চুক্তি স্বাক্ষিরত হয়।

ওই সফরে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও বৈঠক করেছিলেন মোদী। দিল্লি-মুম্বই ইন্ডাস্ট্রিয়াল করিডর(DMIC) নিয়ে আলোচনা করেছিলেন। আবেকে একটি সিডি উপহার দিয়েছিলেন মোদী। যার মধ্যে গুজরাটের বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির ছবি ছিল। এছাড়া হাতে বোনা আদিবাসী শালও উপহার দিয়েছেন। আবেকে গুজরাটে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। DMIC-তে সম্পূর্ণ সহযোগিতার বার্তা দিয়েছিলেন আবে।