PMGSY: জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কী করেছে কেন্দ্র? সামনে এল বড় তথ্য

PMGSY: গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে রাস্তা তৈরি হয়। আধিকারিকরা জানান, জম্মু ও কাশ্মীরে সেই কাজ কেমন চলছে, তা পর্যালোচনা করতেই এই বৈঠক হয়। ২০০১-০২ সালে জম্মু ও কাশ্মীরে এই প্রকল্পের কাজ শুরু হয়।

PMGSY: জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কী করেছে কেন্দ্র? সামনে এল বড় তথ্য
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 02, 2024 | 4:42 PM

নয়াদিল্লি ও কাশ্মীর: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (PMGSY) অধীনে জম্মু ও কাশ্মীরে প্রায় সাড়ে তিন হাজার প্রকল্পের কাজ শেষ হয়েছে। তার মধ্যে ২১৭টি সেতু রয়েছে। রবিবার গ্রামোন্নয়ন মন্ত্রকের এক বৈঠকে আধিকারিকরা এই তথ্য তুলে ধরেন। কেন্দ্রশাসিত অঞ্চলে পিএমজিএসওয়াই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব অমিত শুক্লার নেতৃত্বে ওই বৈঠক হয়।

গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে রাস্তা তৈরি হয়। আধিকারিকরা জানান, জম্মু ও কাশ্মীরে সেই কাজ কেমন চলছে, তা পর্যালোচনা করতেই এই বৈঠক হয়। ২০০১-০২ সালে জম্মু ও কাশ্মীরে এই প্রকল্পের কাজ শুরু হয়। সেখানকার যেসব গ্রামে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, সেসব জায়গায় এই প্রকল্পে রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০১ সালের জনগণনা অনুযায়ী, যে গ্রামে ২৫০ জনের বেশি মানুষ বাস করেন, সেই গ্রামেই এই প্রকল্পের কাজ শুরু হয়।

মোট ৩ হাজার ৭৪২টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। তার মধ্যে রয়েছে ৩০৫টি সেতু। মোট ২০ হাজার ৮০১ কিলোমিটার রাস্তা তৈরি হবে। ২১৪০টি গ্রামকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে জোড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আধিকারিকরা জানিয়েছেন, দুই দশকে ৩ হাজার ৪২৯টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। তার মধ্যে রয়েছে ২১৭টি সেতু। মোট ২১২৯টি গ্রামকে পিএমজিএসওয়াই প্রকল্পের মাধ্যমে জোড়া সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত খরচ হয়েছে ১২ হাজার ৬৫০ কোটি টাকা।

মা দুয়েক আগে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন, জম্মু ও কাশ্মীরের উন্নয়নে সবরকম পদক্ষেপ করা হচ্ছে। রবিবার বৈঠক শেষে আধিকারিকরা বলেন, গত পাঁচ বছরে জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজের গতি অনেকটা বাড়ানো হয়েছে। বিশেষ করে দুর্গম ও পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা বাড়ানোয় নজর দেওয়া হয়। কাজের অগ্রগতির উপর সবসময় নজর রাখা হয়েছে। চূড়ান্ত সময়সীমার আগেই যাতে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শেষ হয়, তা নিয়ে আধিকারিকদের নির্দেশ দেন গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব অমিত শুক্লা।

দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?