Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘প্যাক-ফ্যাক মানি না’, অভিষেকের হাত ধরে আসা I-PAC নিয়ে হঠাৎ কেন ‘অ্যালার্জি’ মমতার!

Mamata Banerjee: জানা যায়, এই সংস্থাকে দলের কাজে নিযুক্ত করার ক্ষেত্রে বড় ভূূমিকা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার মমতার মুখে সেই আই প্যাক নিয়ে আপত্তি শুনে, অনেকেই প্রশ্ন তুলছেন, অভিষেকের গুরুত্বই কি খর্ব হচ্ছে পরোক্ষে?

Mamata Banerjee: 'প্যাক-ফ্যাক মানি না', অভিষেকের হাত ধরে আসা I-PAC নিয়ে হঠাৎ কেন 'অ্যালার্জি' মমতার!
আইপ্যাক নিয়ে মমতাImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 4:38 PM

কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে সাফল্য এসেছিল, তার পিছনে ভোটকুশলী সংস্থার ‘আই প্যাক’-এর ভূূমিকার কথাই বলেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সময় সংস্থার প্রধান ছিলেন প্রশান্ত কিশোর। তবে ভোটেই কাজ শেষ করেনি সেই সংস্থা। সারা বছর ধরে সমীক্ষার কাজ করে চলেছে তারা। পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনেও সেই সংস্থার ‘স্ট্যাটেজি’ মেনে কাজ করেছে রাজ্যের শাসক দল। এবার সেই সংস্থার ওপর থেকে বিশ্বাস উঠে গেল তৃণমূল সুপ্রিমোর!

বিধানসভায় বিধায়কদের নিয়ে সোমবার একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সরাসরি ‘আই প্যাক’ নিয়ে আপত্তি জানান তিনি। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেছেন, ওসব প্যাক ফ্যাক জানি না। এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে। আমি যে তথ্য পাব, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। প্রশ্ন উঠেছে, যে সংস্থার স্ট্র্যাটেজি মেনে একের পর এক সাফল্য পেয়েছে তৃণমূল, সেই সংস্থার ওপর থেকে কেন বিশ্বাস চলে গেল মমতার?

জানা যায়, এই সংস্থাকে দলের কাজে নিযুক্ত করার ক্ষেত্রে বড় ভূূমিকা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার মমতার মুখে সেই আই প্যাক নিয়ে আপত্তি শুনে, অনেকেই প্রশ্ন তুলছেন, অভিষেকের গুরুত্বই কি খর্ব হচ্ছে পরোক্ষে?

এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ মনে করিয়ে দিয়েছেন মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবরে দ্বন্দ্বের কথা। তাঁর মতে, এভাবেই নতুন প্রজন্ম জায়গা করে নেয়, তৃণমূলেও এটাই হবে। বিজেপি নেতা বলেন, “এটা একদিন হতই। মুলায়ম সিং-এর পার্টি ভাগ হল। এটাই ভবিতব্য। পুরনেরা এখানে অস্তিত্বরক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। বিধায়করা দু’ভাগ হয়ে গিয়েছে। তার মানে কিছু গণ্ডগোল আছে।”