Petrapol: ‘যদি ভারতীয় সেনা একবার…’, বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে বড় হুঁশিয়ারি
Petrapol: বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে সোচ্চার হন তিনি। পাশাপাশি ওপার বাংলায় হিন্দুদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা করেন। আর সেটা বলতে গিয়েই দেশে হিন্দুদের মাহাত্ম্যের কথা তুলে ধরেন তিনি।
পেট্রাপোল: জ্বলছে বাংলাদেশ, লাগাতর অশান্তি চলছে সেখানে। সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়ে পেট্রাপোলে অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদে নেমেছে বিজেপি। সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে সোচ্চার হন তিনি। পাশাপাশি ওপার বাংলায় হিন্দুদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা করেন। আর সেটা বলতে গিয়েই দেশে হিন্দুদের মাহাত্ম্যের কথা তুলে ধরেন তিনি। শুভেন্দু বলেন, “জি ২০তে নেতৃত্ব দেয় ভারতবর্ষ। বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী রাষ্ট্র ভারতবর্ষ। এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে পারে।”
শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, “ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র। সীমান্তে অনেকগুলো শব্দদানব রাখা রয়েছে। দুটি যদি ঘুরিয়ে দেয় না ভারতের বীর সেনা, ছুটে পালিয়ে যাবে মোল্লার দল।”
বাংলার হিন্দুদের এক করার ডাক দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “রোহিঙ্গা মুসলমানদের বার করতে হবে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে ১৯০৭ সালে। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম করেছিলেন হিন্দুত্বের অস্বিত্ব রক্ষার জন্য। বিবেকানন্দ শিকাগোতে গিয়ে বলেছিলেন. তুমি গর্ব করে বলো তুমি হিন্দু। এই মাটিতে সনাতন থাকবে।”
চিন্ময়কৃষ্ণের দাবি জানিয়ে বেলুন ওড়ান শুভেন্দু। তাঁর বক্তব্য, প্রতিবাদের সুর এভাবেই ওদেশে পৌঁছবে। পেট্রোপোলের বিভিন্ন জায়গায় চলছে স্লোগান।