Onion Price: আগামিকাল থেকেই ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ, জানুন কোথায়?

Onion Price: দিল্লির পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, হিমাচল প্রদেশ এবং অসমেও ভর্তুকি দামে পেঁয়াজ বিক্রি করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। অক্টোবরে নতুন করে পেঁয়াজ না ওঠা পর্যন্ত দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে সূত্রের খবর।

Onion Price: আগামিকাল থেকেই ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ, জানুন কোথায়?
দাম কমছে পেঁয়াজের।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 8:58 PM

নয়া দিল্লি: টম্যাটোর পর এবার পেঁয়াজের (Onion) দামের ঝাঁঝে মধ্যবিত্তের চোখে জল ঝরতে শুরু করেছে। তাই পেঁয়াজের দামবৃদ্ধি ঠেকাতে এবার বিশেষ পদক্ষেপ করল কেন্দ্র। টম্যাটোর মতো পেঁয়াজও মজুত করবে ন্যাশনাল কো-অপারেডিভ কনজিউমার্স ফেডারেন অফ ইন্ডিয়া (NCCF)। যার ফলে এক ধাক্কায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেক হতে চলেছে। এবার ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ। রবিবারই কেন্দ্রের তরফে একথা ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার থেকেই দিল্লিতে ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ। ন্যাশনাল কো-অপারেডিভ কনজিউমার্স ফেডারেন অফ ইন্ডিয়া (NCCF) দিল্লির বিভিন্ন স্থানে কম দামে পেঁয়াজ বিক্রি করবে। দিল্লির বিভিন্ন সরকারি আউটলেট এবং মোবাইল ভ্যানে করে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হবে। দিল্লির পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, হিমাচল প্রদেশ এবং অসমেও ভর্তুকি দামে পেঁয়াজ বিক্রি করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। অক্টোবরে নতুন করে পেঁয়াজ না ওঠা পর্যন্ত দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে সূত্রের খবর। কম দামে বিক্রির জন্য ইতিমধ্যে পেঁয়াজ মজুত করতে শুরু করেছে NCCF।

ক্রেতা সুরক্ষা দফতরের তরফে বলা হয়েছে, এবার ভর্তুকিতে ৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। যার জন্য ইতিমধ্যে ৩ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছে। এরপর আরও ২ লক্ষ টন পেঁয়াজ কেনা হবে। NCCF-এর পাশাপাশি NAFED-কেও কম দামে পেঁয়াজ বিক্রির নির্দেশ দিয়েছে কেন্দ্র।

প্রসঙ্গত, সম্প্রতি টম্যাটোর দাম ১০০ টাকা ছাড়িয়েছিল। দামে লাগাম টানতে কেন্দ্রীয় সরকার NAFED ও NCCF-এর মাধ্যমে ভর্তুকি দামে টম্যাটো বিক্রি শুরু করে। এবার পেঁয়াজের দাম প্রায় ৫০ টাকা উঠেছে। অনেক জায়গায় ৮০ টাকা পর্যন্ত দাম উঠেছে। তাই এখন থেকেই পেঁয়াজের দামে রাশ টানতে তৎপর হল কেন্দ্র। আগামী মাসে পেঁয়াজের দাম আরও বাড়তে বলে সূত্র মারফৎ খবর মিলেছে। তাই পেঁয়াজের জোগান বজায় রাখার দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছে কেন্দ্র। পেঁয়াজের রফতানিতেও ৪০ শতাংশ শুল্ক বসিয়েছে।