Uttarkashi bus accident: উত্তরকাশীতে ৩৫ তীর্থযাত্রী নিয়ে ৫০ মিটার গভীর খাদে বাস! মৃত ৮, আহত ২৭

Uttarkashi bus accident: রবিবার, উত্তরকাশীর গাংনানী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ড্যান্ট, মণিকান্ত মিশ্র জানিয়েছেন গঙ্গোত্রী জাতীয় সড়ক থেকে প্রায় ৫০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছিল বাসটি।

Uttarkashi bus accident: উত্তরকাশীতে ৩৫ তীর্থযাত্রী নিয়ে ৫০ মিটার গভীর খাদে বাস! মৃত ৮, আহত ২৭
৫০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 9:24 PM

দেরাদুন: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায়। ৩৫ তীর্থযাত্রী-সহ খাদে পড়ে গেল একটি বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, আহত হয়েছেন আরও ২৭ জন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। কাজেই, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, ওই তীর্থযাত্রীরা সকলেই এসেছিলেন গুজরাট থেকে। গঙ্গোত্রী ভ্রমণ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। ফেরার পথে রবিবার, উত্তরকাশীর গাংনানী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ড্যান্ট, মণিকান্ত মিশ্র জানিয়েছেন গঙ্গোত্রী জাতীয় সড়ক থেকে প্রায় ৫০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছিল বাসটি। উদ্ধারকারীরা সেই খাদে নেমে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির ধাতব অংশ কেটে হতাহতদের উদ্ধার করেন। আহতদের সকলকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বর্তমানে দিল্লিতে রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই তিনি রাজ্যের শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন। প্রশাসনিক কর্তাদের তিনি দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য সরকারের মেডিক্যাল টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনে উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে। এর জন্য দেরাদুনে একটি কপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে। উত্তরকাশী জেলার দেখভালের দায়িত্বে আছেন মন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল। তাঁকে পরিস্থিতির তদারকি করতে বলেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, পুষ্কর সিং ধামি বলেছেন, “ঈশ্বর মৃতদের আত্মার শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলির সদস্যদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমি সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” মিঃ ধামি পোস্ট করেছেন।

দুর্ঘটনায় হতাহতদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। গুজরাটি ভাষায় করা পোস্টে তিনি বলেছেন, “উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে যাওয়ায় গুজরাটের কয়েকজন তীর্থযাত্রীর প্রাণ গিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। গুজরাট সরকার এই দুর্ঘটনার বিষয়ে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রসঙ্গত, অবিরাম বৃষ্টির কারণে বর্ষার শুরু থেকেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উত্তরাখণ্ড। বহু জায়গায় ধস নেমেছে, হড়পা বন্যা দেখা দিয়েছে। অন্ততপক্ষে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। বন্যার জলে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, দোকানপাট। তারই মধ্যে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।