Parliament Winter Session: সংসদে সিগারেটের ‘সুখটান’! তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অনুরাগের
Anurag Thakur Slams TMC: এরপরেই সংসদে উপস্থিত সকল সাংসদদেরই সমঝে দেন অধ্যক্ষ ওম বিড়লা। সংসদীয় নীতি মেনে চলার নির্দেশ দেন তিনি। অধ্যক্ষ বলেন, 'আমাদের প্রত্যেককে সংসদীয় নীতি মেনে চলা উচিত। কিন্তু এরপরেও যদি কেউ সেই নীতি লঙ্ঘন করেন, তা হলে আমি কড়া পদক্ষেপ নেব।'

নয়াদিল্লি: সংসদে বসে ‘সুখটান’! এও কি উচিত? নাম প্রকাশ না করেই এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। বললেন, ‘দেশজুড়ে ই-সিগারেট নিষিদ্ধ। কিন্তু এখানে একজন বসে বসে কয়েকদিন ধরেই তা খাচ্ছেন।’
বৃহস্পতিবার শীতকালীন অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কারওর নাম না করেই এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন অনুরাগ ঠাকুর। এদিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উদ্দেশে তিনি বলেন,’দেশজুড়ে ই-সিগারেট নিষিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু আপনি কি এই জিনিসটি সংসদে খাওয়ার জন্য অনুমোদন দিয়েছেন?’ এরপরেই লোকসভার অধ্যক্ষ পাল্টা বলেন, ‘এই ধরনের কোনও রকম অনাচার সংসদে চলে না।’
তৎক্ষণাৎ নালিশের সুরে তৃণমূলের সাংসদের বিরুদ্ধে দায় ঠেলে দেন অনুরাগ ঠাকুর। বলেন, ‘তৃণমূলের সাংসদ ই-সিগারেট খাচ্ছেন। আমি অনেক দিন ধরেই দেখছিলাম। সংসদে বসে এক তৃণমূল সাংসদ ই-সিগারেট খাচ্ছেন।’
Delhi: BJP MP Anurag Thakur says, “I want to raise a question regarding the system. E-cigarettes are banned across the entire country have they been allowed inside Parliament? Some TMC MPs have been sitting and using e-cigarettes for several days. This is a matter concerning the… pic.twitter.com/fQx2JTuz6L
— IANS (@ians_india) December 11, 2025
এরপরেই সংসদে উপস্থিত সকল সাংসদদেরই সমঝে দেন অধ্যক্ষ ওম বিড়লা। সংসদীয় নীতি মেনে চলার নির্দেশ দেন তিনি। অধ্যক্ষ বলেন, ‘আমাদের প্রত্যেককে সংসদীয় নীতি মেনে চলা উচিত। কিন্তু এরপরেও যদি কেউ সেই নীতি লঙ্ঘন করেন, তা হলে আমি কড়া পদক্ষেপ নেব।’ উল্লেখ্য়, ২০১৯ সালে একটি আইন তৈরি করে দেশে ই-সিগারেট সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে ‘ভেপিং’ অর্থাৎ ই-সিগারেট খাওয়া, বিক্রি সবই আইনত দণ্ডনীয়।
উল্লেখ্য, ইতিমধ্যেই সংসদে বসে এমন ই-সিগারেট খাওয়া নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ‘এমন অভিযোগ আমাদের করতে হচ্ছে, এটাই দুর্ভাগ্যজনক। আর যদি কোনও সাংসদ ভেপিং করেও থাকেন, সেটাও সত্যিই খুব দুর্ভাগ্যজনক।’
