Sandeshkhali: অর্জুনের মুখে ‘বড় মাথা’র কথা, বললেন ‘শাহজাহানের প্ল্যানিং নয়’
Arjun Singh: ভোলানাথ ঘোষকে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে দাবি করে অর্জুন সিং বলেন, "শাহজাহানের কপাল খারাপ, তাই ভোলা বেঁচে গিয়েছেন। কারণ তিনি সিটবেল্ট পরেছিলেন। না হলে খুনের প্ল্যান সফল হত।" কে পরিকল্পনা করেছে, সেই জল্পনার কথাও বলেছেন প্রাক্তন সাংসদ।

ব্যারাকপুর: শাহজাহানের সাক্ষী ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বড় প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে। ভোলানাথ ঘোষ কোনও ক্রমে বেঁচে গিয়েছেন সেই দুর্ঘটনায়। আর প্রাথমিক চিকিৎসার পর বেরিয়েই বলেছেন, ‘এটা পরিকল্পনা’। প্রশ্ন উঠেছে, কার পরিকল্পনা? ভোলা ঘোষকে কি সত্যিই খুন করার চক্রান্ত করা হয়েছিল? খোদ শেখ শাহজাহান কি জেলের ভিতরে বসে সব পরিকল্পনা করেছেন? সেই ঘটনায় এবার মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং।
বুধবারের দুর্ঘটনায় দিনভর চর্চা হওয়ার পর বৃহস্পতিবার অর্জুন দাবি করলেন, এটা শাহজাহানের পরিকল্পনা নয়, এটা কোনও বড় মাথার প্ল্যানিং। তিনি বলেন, “এটা IPS স্তরের কোনও বড় মাথার চক্রান্ত। সময় হলে সব বলব।” ভোলানাথ ঘোষকে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে দাবি করে অর্জুন বলেন, “শাহজাহানের কপাল খারাপ, তাই ভোলা বেঁচে গিয়েছেন। কারণ তিনি সিটবেল্ট পরেছিলেন। না হলে খুনের প্ল্যান সফল হত।”
‘বড় মাথা’ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “এর আগেও ওই IPS শাহজাহানকে সারেন্ডার করিয়ে ছিলেন। এটা তারই মাথার কাজ। শেখ শাহজাহানের সাত পুরুষের ক্ষমতা নেই এত বড় প্ল্যানে খুন করার। পুলিশই মোবাইল টাওয়ার ট্র্যাক করে এইরকম নিখুঁতভাবে খুনের চক্রান্ত করেছে।” এই ঘটনার তদন্তভার সিবিআই বা ইডি-কে দেওয়া উচিত বলে দাবি প্রাক্তন সাংসদ অর্জুন সিং- এর।
দুর্ঘটনার পর থেকেই লরি চালক আলিম মোল্লার নাম উঠে আসছে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে একের পর এক অভিযোগ করেছেন ভোলানাথ নিজে। কিন্তু আশ্চর্যের বিষয় ন্যাজাট থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ছেলের মৃত্য়ুর পরও কেন থানায় অভিযোগ দায়ের করতে দেরি? ভোলার পরিবারের ভূমিকাতেও বাড়ছে প্রশ্ন।
