অটিজম সচেতনতার জন্য এবার অনবদ্য পদক্ষেপ ঋতুপর্ণা-প্রদ্যুতের
উস্তাদ বাদে গুলাম আলি খান ন্যাশনাল ফেস্টিভ্যাল ২০২৫-এর অষ্টম বর্ষেই থাকছে নয়া চমক। অভিনেত্রী ও নৃত্যশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বিখ্যাত সংগীতস্রষ্টা পণ্ডিত প্রদ্যুত মুখোপাধ্যায় অনন্য পরিবেশনা এই অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ হতে চলেছে।

সমাজ সচেতনতা সৃষ্টি করে, এমন অনুষ্ঠান কিংবা উদ্যোগ থেকে ডাক পেলেই ঋতুপর্ণা সেনগুপ্ত সেখানে হাজির হওয়ার চেষ্টা করেন বরাবর। এবার তাঁর লক্ষ্যে অটিজম। অনুষ্ঠানের টিকিট বিক্রির টাকা পুরোটাই যাবে চিকিৎসায়। ১৪ ডিসেম্বর তাই নয়া উদ্যোগে মঞ্চে হাজির হতে চলেছেন তিনি। জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও গ্র্যামি জুরি সদস্য, সংগীতজ্ঞ পণ্ডিত প্রদ্যুত মুখোপাধ্যায় হাত মিলিয়ে এক অনবদ্য পদক্ষেপ করতে চলেছেন। বিষয়: অটিজম।
উস্তাদ বাদে গুলাম আলি খান ন্যাশনাল ফেস্টিভ্যাল ২০২৫-এর অষ্টম বর্ষেই থাকছে নয়া চমক। অভিনেত্রী ও নৃত্যশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বিখ্যাত সংগীতস্রষ্টা পণ্ডিত প্রদ্যুত মুখোপাধ্যায় অনন্য পরিবেশনা এই অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ হতে চলেছে। কিংবদন্তি সংগীতশিল্পী উস্তাদ বাদে গুলাম আলি খানের জীবন ও সংগীত-ঐতিহ্য স্মরণে এই উৎসব উৎসর্গিত।
হায়দরাবাদে ১৪ ডিসেম্বর মঞ্চে ঋতুপর্ণা সেনগুপ্তের শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা যে সকলের দৃষ্টি আকর্ষণ করবে, তা বলাই বাহুল্য। সম্পূর্ণ উৎসবের ভাবনা ও পরিকল্পনা করেছেন সমাজকর্মী এবং লেখক অভিজিৎ ভট্টাচার্য।
ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়, “এই বিশেষ উৎসবের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।” পণ্ডিত প্রদ্যুত মুখোপাধ্যায় বলেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এই প্রথমবার কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। সংগীত ও নৃত্যের এই অনবদ্য মেলবন্ধন দর্শকদের মুগ্ধ করবে বলে আমি নিশ্চিত। অটিজম আশ্রম এবং অটিজমে আক্রান্ত শিশুদের সহায়তায় কাজ করতে পারা আমার কাছে গৌরবের। এই মহান উদ্দেশ্যে আমি আমার সমস্ত মন-প্রাণ দিয়ে একটি ধ্রুপদি উপস্থাপনার আয়োজন করেছি। উস্তাদ বাদে গুলাম আলি খান ন্যাশনাল ফেস্টিভ্যালে উপস্থাপনা করা সত্যিই এক বিশেষ সম্মানের।”
অভিজিৎ ভট্টাচার্য, সাংগীতাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজকর্মী বলেন, “এই উৎসবের সমস্ত আয় অটিজম আশ্রমের শিশুদের কল্যাণে ব্যবহৃত হবে। ভারতীয় সংগীত ও নৃত্যচর্চার প্রসার ও অটিজমের উদ্দেশে কাজ করার জন্য আমাদের এই সামাজিক উদ্যোগে যে সকল প্রতিষ্ঠান সমর্থন জানিয়েছে, আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
সাংগীতাঞ্জলী ফাউন্ডেশন ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। উস্তাদ বাদে গুলাম আলি খান ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মিউজিক অ্যান্ড ড্যান্স আয়োজনের মাধ্যমে তারা শাস্ত্রীয়, লোকনৃত্য, লাইট মিউজিক, ফিউশন ও সুফি সহ নানা শিল্প ঘরানাকে উদযাপন করছে। ফাউন্ডেশনের বিশ্বাস, উস্তাদ বাদে গুলাম আলি খান সাহেবকে শ্রদ্ধা জানানোয় এই উৎসব বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
