Income Tax Return: IT রিটার্নের রিফান্ড আসতে দেরি হচ্ছে! কী করবেন আপনি?
IT Return: সাধারণত, আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন হয়ে গেলে আয়কর দফতরের সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার বা CPC ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু এবার প্রক্রিয়া বেশ কড়া হওয়ায় বেশি সময় লাগছে।

ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গিয়েছে অনেক দিন আগেই। অনেককেই ইতিমধ্যে রিফান্ডও পাঠিয়ে দিয়েছে আয়কর দফতর। আপনি আইটিআর রিফান্ড পেয়েছেন কি? টাকা যদি এখনও আপনার অ্যাকাউন্টে এসে না থাকে তাহলে বুঝতে হবে কোথাও কোনও টেকনিক্যাল সমস্যা রয়ে গিয়েছে বা কোনও গুরত্বপূর্ণ তথ্যের গরমিল হয়েছে।
সাধারণত, আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন হয়ে গেলে আয়কর দফতরের সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার বা CPC ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু এবার প্রক্রিয়া বেশ কড়া হওয়ায় বেশি সময় লাগছে।
টাকা আটকে যাওয়ার মূল কারণ কী?
আপনার রিফান্ড আটকে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে কোন কারণে আপনার টাকা আটকে গিয়েছে, সেটা আপনাকেই পরীক্ষা করে দেখতে হবে।
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি প্যান কার্ডের সঙ্গে যুক্ত এবং প্রি-ভ্যালিডেট করা আছে? অনেক সময় ভুল IFSC কোড বা ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকলে কিন্তু টাকা ক্রেডিট হয় না।
- ই-ভেরিফিকেশন বাকি: আয়কর রিটার্ন ফাইল করার ৩০ দিনের মধ্যে কি আপনি রিটার্নটি ই-ভেরিফাই করেছেন? এই প্রক্রিয়াটি সম্পূর্ণ না হলে আপনার আবেদনটি ‘ফাইল’ হিসেবে গণ্যই হয় না।
- তথ্যের গরমিল: আপনার আয়কর রিটার্নে জমা দেওয়া আয়, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা টিডিএসের তথ্য কি ফর্ম 26AS এবং Annual Information Statement (AIS)-এর সঙ্গে হুবহু মিলছে? এখানে গরমিল থাকলে আয়কর দফতরের সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার ম্যানুয়াল যাচাইয়ের জন্য রিটার্নটি আটকে দেয়।
- নোটিশে জবাব না দেওয়া: আয়কর দফতর যদি কোনও গরমিলের জন্য ইমেল বা পোর্টালে নোটিশ পাঠায়, আপনি কি দ্রুত তার সঠিক জবাব দিয়েছেন? জবাব না দিলে আপনার রিফান্ড প্রক্রিয়া শুরু হতে পারে না।
রিফান্ড স্টেটাস কীভাবে দেখবেন?
যদি ৪ থেকে ৫ সপ্তাহ হয়ে গিয়ে থাকে ও তারপরও কোনও রিফান্ড না এসে থাকে তাহলে আপনি আয়কর পোর্টালে অর্থাৎ eportal.incometax.gov.in ওয়েবসাইটে লগইন করে ‘e-File’ অপশোনে যান। তারপর ‘Income Tax Returns’-এর ভিতর ‘View Filed Returns’-এ গিয়ে আপনার রিটার্ন ফাইলের বর্তমান স্টেটাস দেখতে পারেন। আয়কর দফতর বারবার পরামর্শ দিচ্ছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট সঠিক রাখুন। পোর্টালে আসা প্রতিটি নোটিশে সঙ্গে সঙ্গে সাড়া দিন। সঠিক তথ্য এবং তাড়াতাড়ি রিপ্লাই করলে আয়কর দফতরের কড়া যাচাই প্রক্রিয়া সত্ত্বেও আপনার টাকা খুব দ্রুত আপনার কাছে ফিরে আসবে।
