Golden Play Button পেলে, YouTube-এ মাসে কত টাকা আয় করে আয় করবেন?
YouTubers Earning: যখন কোনও চ্যানেল বৃদ্ধি হয়, সাবস্ক্রিপশন বাড়ে, ভিউজ হয়, তখন ইউটিউব ক্রিয়েটরস অ্যাওয়ার্ড দেয়। যখন চ্যানেলে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ সাবস্ক্রাইবরার হয়, তখন গোল্ডেন প্লে বাটন দেওয়া হয়। অনেকেই ভাবেন যে মিলিয়ন সাবস্ক্রাইবার হলে বা যত বেশি সাবস্ক্রাইবার হয়, তত টাকা পাওয়া যায়।

ইউটিউবে ভিডিয়ো তো আমরা সবাই দেখি, সবার পছন্দের ইউটিউবারও রয়েছে। প্রিয় ইউটিউবারের ভিডিয়ো যাতে মিস না হয়, তার জন্য তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবও করে রাখেন। তবে ইউটিউব থেকে কত আয় হয়, তা জানেন? যাদের কাছে গোল্ডেন প্লে বাটন রয়েছে, তারা কত টাকা পান ইউটিউব ভিডিয়ো বানিয়ে?
যখন কোনও চ্যানেল বৃদ্ধি হয়, সাবস্ক্রিপশন বাড়ে, ভিউজ হয়, তখন ইউটিউব ক্রিয়েটরস অ্যাওয়ার্ড দেয়। যখন চ্যানেলে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ সাবস্ক্রাইবরার হয়, তখন গোল্ডেন প্লে বাটন দেওয়া হয়। অনেকেই ভাবেন যে মিলিয়ন সাবস্ক্রাইবার হলে বা যত বেশি সাবস্ক্রাইবার হয়, তত টাকা পাওয়া যায়। আসলে কিন্তু তা নয়। সাবস্ক্রাইবার নয়, ভিউয়ের উপরে ইউটিউব টাকা দেয়।
কত ভিউতে কত টাকা পাওয়া যায়?
প্রতি ১ হাজার ভিউয়ে ২ ডলার করে দেয় বিজ্ঞাপনদাতারা। যদি কেউ নিয়মিত ভিডিয়ো আপলোড করেন এবং ভাল ভিউজ পান, তাহলে বছরে ৪ মিলিয়ন ডলারের কাছাকাছি আয় করতে পারেন। ভারতীয় মুদ্রায় এর অঙ্ক ৩৫.৯ কোটি টাকা।
এছাড়াও বিভিন্ন কোম্পানি সরাসরি বিজ্ঞাপনের জন্যও যোগাযোগ করে। ভিডিয়োয় ওই পণ্যের প্রচার করলে সেখান থেকেও মোটা টাকা আয় করা যায়। অর্থাৎ গোল্ডেন প্লে বাটনের জন্য আলাদাভাবে কোনও টাকা না পাওয়া গেলেও, আয়ের একাধিক পথ খুলে দেয় এই প্লে বাটন।
ইউটিউবের আয়ে কি কর দিতে হয়?
ইউটিউব থেকে আয় করলেও, সেই টাকায় কর দিতে হয়। যদি কেউ ফুল টাইম কনটেন্ট ক্রিয়েট করেন এবং ইউটিউব থেকেই মূল আয় হয়, তাহলে সেটাকেই প্রফেশনাল ইনকাম বলে গণ্য করা হয়। এই আয়ের উপরে আয়কর বসে। আয়কর আইনের ৪৪এডি ধারায় ট্যাক্স দিতে হয়। যদি কোনও ব্রান্ড থেকে উপহার বা কোনও বিশেষ সুবিধা পাওয়া যায়, যার মূল্য ২০ হাজার টাকার উপরে হয়, তাহলে টিডিএসের ১৯৪আর-র অধীনে ট্যাক্স দিতে হয়।
