কলকাতায় Messi, স্টেডিয়ামে যেতে পারছেন না! কোথায় স্বচক্ষে দেখবেন আর্জান্টাইন সুপারস্টারকে?
LM10 in Kolkata: ১৩ ডিসেম্বর রাত ১টায় কলকাতায় নামবেন মেসি। তাঁর সঙ্গে থাকবেন লুই সুয়ারেজ ও আর্জেন্টাইন তারিকা রদ্রিগো ডি’পল। ১৩ তারিখ সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত বাইপাসের ধারের একটি হোটেলে স্পনসরদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

১৪ বছর পর ভারতে আসছেন লিওনেল মেসি। এবারে ভারতে এসে দেশের ৪টি শহরে আসবেন তিনি। সবার প্রথম তিনি আসবেন কলকাতা। তারপর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি হয়ে ফিরে যাবেন এই আর্জেন্টাইন সুপারস্টার। দেশের প্রত্যেকটা শহরে মেসিকে দেখার জন্য উন্মাদনা তৈরি হলেও দেশের ফুটবলের মক্কা কলকাতা বাকি শহরগুলোকে বলে বলে গোল দেবে। কলকাতায় টিকিট নিয়ে চলছে হাহাকার। অনেকেই এমন রয়েছেন যাঁরা দামের জন্য কিনতে পারেননি টিকিট। বা এমন অনেকেই রয়েছেন টিকিট কিনতে গিয়ে টিকিট পাননি। তাহলে কি তাঁদের ভাগ্যে নেই মেসি দর্শন?
১৩ ডিসেম্বর রাত ১টায় কলকাতায় নামবেন মেসি। তাঁর সঙ্গে থাকবেন লুই সুয়ারেজ ও আর্জেন্টাইন তারিকা রদ্রিগো ডি’পল। ১৩ তারিখ সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত বাইপাসের ধারের একটি হোটেলে স্পনসরদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তারপর হোটেল থেকে লেকটাউনে তাঁর যে ৭০ ফুটের বিরাট মূর্তি তৈরি হয়েছে, সেটার উদ্বোধন করবেন তিনি। এরপর মেসি যাবেন যুবভারতীতে।
আগে জানা গিয়েছিল, যুবভারতী থেকে লেকটাউনে যাবেন মেসি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার নিরাপত্তার কথা মাথায় রেখে সেই পরিকল্পনা আপাতত চলে গিয়েছে হিমঘরে। বদলে হোটেল থেকেই ভার্চুয়ালি ওই উদ্বোধন করবেন তিনি। ফলে, যাঁরা যুবভারতীতে যেতে পারবেন না তাঁডের জন্য লেকটাউনে মেসিকে দেখতে পাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা আর সম্ভব নয়। তাহলে কী উপায়?
কলকাতায় মেসিকে দেখতে চাইলে উপায় সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইট। সেখানেই দেখা যাবে মেসির ভারত সফর। আর এই পুরো বিষয়টাই একটা পোস্ট করে জানিয়েছেন সোনি লিভ কর্তৃপক্ষ। তবে এর জন্য কিন্তু লাগবে সাবস্ক্রিপশন।
