PM Modi Takes Jibe At Opposition : ‘সরকার গঠন অত কঠিন না, কিন্তু…’, বিরোধীদের তোপ মোদীর
PM Modi Takes Jibe At Opposition : গোয়ায় হর ঘর জল উৎসবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান থেকে বিরোধীদেরও তোপ দাগলেন নমো।
নয়া দিল্লি : শুক্রবার গোয়ায় হর ঘর জল উৎসবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিডিয়ো কলের মাধ্যমে ভাষণ দেন মোদী। এদিনের ভাষণে জলের প্রয়োজনীয়তা ও নিরাপত্তা নিয়ে বক্তব্য় রাখেন তিনি। এনডিএ সরকারের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা তুলে ধরেন। পাশাপাশি এই নিজের বক্তৃতায় বিরোধীদেরও তোপ দাগেন তিনি। তিনি বিরোধীদের নিশানা করে এদিন বলেন, ‘যাঁরা দেশের বিষয়ে ভাবেন না তাঁরা দেশের কোনও সমস্যায় ভাবেলেশহীন থাকেন।’ এর পাশাপাশি তিনি গত আট বছর ধরে এনডিএ সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।
বিজেপির সরকারে সুনাম করে তিনি এদিন বলেছেন, ‘সরকার গঠনে এমন কিছু প্রচেষ্টার প্রয়োজন হয় না। তবে দেশ গড়তে কঠোর পরিশ্রমের প্রয়োজন পড়ে।’ তাঁর আরও সংযোজন, ‘আমরা (বিজেপি সরকার) সেই দেশ গড়ার পথই বেছে নিয়েছি। তাই দেশ গড়ার উদ্দেশ্যে আমরা বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন বাধা কাটিয়ে ওঠার জন্য আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি।’ বিজেপির গুণগান গাওয়ার পর তিনি বিরোধীদেরও তোপ দাগেন। তিনি বলেন, ‘যেসব মানুষ দেশের বিষয়ে উদ্বিগ্ন নন দেশের এইসব সমস্য়ায় তাঁরা কোনও আগ্রহ দেখান না। তাঁরা জলের সুবিধার জন্য বড় বড় প্রতিশ্রুতি দিতে পারেন। কিন্তু উদ্দেশ্য নিয়ে সে কাজ তাঁরা সম্পন্ন করতে পারেন না।’
#WATCH | People who do not care about the country are not bothered about the present and future of the country as well. Such people will make big promises for water but will never work for it with a bigger vision: Prime Minister Narendra Modi at ‘Har Ghar Jal Utsav’ pic.twitter.com/EBJccrE5iU
— ANI (@ANI) August 19, 2022
এদিকে তিনি প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার বিষয়ে সরকারের গত আট বছরের প্রচেষ্টার কথা তুলে ধরেন। জলের সঙ্কট যাতে কোনওভাবেই অর্থনৈতিক বাধা হয়ে না ওঠে সে বিষয়ে কেন্দ্রের সরকার নজর দিয়েছে। তিনি এদিন বলেছেন, ‘পাইপলাইনের মাধ্যমে বর্তমানে ১০ কোটি গ্রামীণ পরিবারে পরিষ্কার জল পৌঁছে যাচ্ছে। ‘সবকা প্রয়াস’-র (সামগ্রিক প্রচেষ্টা)।’