Modi on International Women’s Day: ১ লক্ষ মহিলাকে ‘লাখপতি’ হওয়ার পথ দেখাতে আসরে মোদী
Modi on International Women's Day: দেশের মহিলাদের স্বনির্ভর করে তুলতেই এই প্রকল্পের সূচনা করে কেন্দ্র সরকার। ২০২৩ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে এই যোজনার কথা প্রথম বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আহমেদাবাদ: আন্তর্জাতিক নারী দিবসে গুজরাটের নভসারি জেলায় ‘লাখপতি দিদি’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগের সব রেকর্ড ভেঙে প্রায় ১ লক্ষেরও অধিক মহিলা যোগ দিতে পারেন সেই দিনের অনুষ্ঠানে।
কী এই লাখপতি দিদি?
দেশের মহিলাদের স্বনির্ভর করে তুলতেই এই প্রকল্পের সূচনা করে কেন্দ্র সরকার। ২০২৩ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে এই যোজনার কথা প্রথম বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর রাজস্থানে সর্বপ্রথম শুরু হয় মহিলাদের ‘লাখপতি’ করার কাজ।
কী সুবিধা মেলে এই যোজনায়?
জানা গিয়েছে, মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা। যেখানে বিনা সুদেই মহিলাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসার জন্য ঋণ দিয়ে থাকে সরকার। এছাড়াও, সেই নির্দিষ্ট ব্যবসায় যাতে মহিলারা যাতে লাভের মুখ দেখেন তার জন্য ব্যবস্থা থাকে প্রয়োজনীয় প্রশিক্ষণেরও। প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশের প্রায় ২ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
উল্লেখ্য, এবার গুজরাটের মহিলাদের ‘লাখপতি’ করতে নেমে পড়েছে কেন্দ্র সরকার। আগামী ৮ই মার্চ, শনিবার সেই উপলক্ষে গুজরাটের নভসারি জেলায় আয়োজন হয়েছে একটি অনুষ্ঠানেও। যার আবার তত্ত্বাবধানেও রয়েছেন মহিলারাই।
জানা গিয়েছে, মোট ২ হাজার ১৬৫ জন মহিলা কনস্টেবল, ১৮৭ মহিলা পুলিশ ইন্সপেক্টর, ৬১ জন মহিলা সাব ইন্সপেক্টর, ১৯ জন মহিলা ডেপুটি সুপারিন্টেডেন্ট, ৫ জন মহিলা ডিএসপি ও একজন করে আইজিপি ও এডিজিপি-র হাতেই থাকবে এই লাখপতি দিদি অনুষ্ঠানের রাশ।

