PM Modi: কারও কাছে ‘দ্য বস’, কারও ‘বন্ধু’, ৭৫তম জন্মদিনের আগে মোদীকে নিয়ে কী বলছেন বিশ্বের রাষ্ট্রনেতারা?
PM Narendra Modi at 75: নরেন্দ্র মোদীর জন্ম গুজরাটের মেহসানায়। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। ২০০১ সালের অক্টোবর থেকে এক যুগের বেশি তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন। তারপর কেটে গিয়েছে ১১ বছরের বেশি।

নয়াদিল্লি: অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশিদিন পদে রয়েছেন। অকংগ্রেসি নেতা হিসেবে ২ বার প্রধানমন্ত্রী পদে মেয়াদ পূর্ণ করেছেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে গত বছর শপথ নিয়েছেন। তাঁর বাগ্মিতায় মুগ্ধ বিশ্বের রাষ্ট্রনেতারা। সেই নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন ১৭ সেপ্টেম্বর। ওইদিনও অবশ্য তিনি ব্যস্ত থাকবেন সরকারি কর্মসূচিতে। মধ্যপ্রদেশের ধরে একটি টেক্সটাইল পার্কের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী মোদীর ৭৫ তম জন্মদিনের আগে দেখে নেওয়া যাক বিশ্বের রাষ্ট্রনেতারা তাঁকে নিয়ে কী বলছেন।
নরেন্দ্র মোদীর জন্ম গুজরাটের মেহসানায়। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। ২০০১ সালের অক্টোবর থেকে এক যুগের বেশি তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন। তারপর কেটে গিয়েছে ১১ বছরের বেশি। প্রধানমন্ত্রী পদে ২ বার মেয়াদ পূর্ণ করে তৃতীয়বার শপথ নিয়েছেন গত বছর। বিশ্বে তাঁর জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। চলতি বছরের জুলাইয়ে বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে ‘ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল রেটিংস’-এ শীর্ষস্থান দখল করেন তিনি। গত ১১ বছরে আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্থান মজবুত করতে নানা পদক্ষেপ করে চলেছেন।
প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনের আগে দেখে নেওয়া যাক বিশ্বের রাষ্ট্রনেতারা কী বলছেন…
প্রধানমন্ত্রী মোদীকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদীর ‘ভারত প্রথম’ নীতির উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। এমনকি, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী যেখানে বিশ্বের কাছে ‘মেক ইন ইন্ডিয়া’-র বার্তা ছড়িয়ে দেন, তা নিয়েও উচ্ছ্বসিত পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সেদেশের সরকার ‘ভারত প্রথম’ নীতির মাধ্যমে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। আমরা বিশ্বাস করি, ভারতে বিনিয়োগ লাভজনক।”
রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করায় ক্ষুণ্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তবে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। মোদীকে বরাবর ‘খুব ভাল বন্ধু’ বলে উল্লেখ করেন। মোদীকে একজন মহান প্রধানমন্ত্রী বলেও প্রশংসা করেন। বাণিজ্যচুক্তি নিয়ে বাধার সফল সমাধান হবে বলেও তিনি আশাবাদী।
প্রধানমন্ত্রী মোদীকে ‘দ্য বস’ বলে উল্লেখ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। মোদীর প্রশংসা করে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, “আপনি সেরা। আমি আপনার মতো হওয়ার চেষ্টা করছি।”
