PM Narendra Modi: ‘শাস্তি’ দিলেন প্রধানমন্ত্রী মোদী, আপ্লুত ৮ সাংসদ! কী হল সংসদের ক্যান্টিনে?
Parliament: শুক্রবার সংসদে একাধিক দলের সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট আটজন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে খাওয়ার জন্য। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ হীনা গাভিত, এস ফাঙ্গনন কোনায়ক, জামিয়াঙ্গ এল মুরুগান, টিডিপি সাংসদ রামমোহন নাইডু, বিএসপি সাংসদ রীতেশ পাণ্ডে ও বিজেডি সাংসদ সাসমিত পাত্র।
নয়া দিল্লি: সংসদে চলছে বাজেট অধিবেশন। অধিবেশনের ফাঁকেই সাংসদদের সারপ্রাইজ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মধ্যাহ্নভোজের সময় হঠাৎ নতুন সংসদ ভবনের ক্যান্টিনে হাজির হলেন প্রধানমন্ত্রী। ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন সাংসদরা। তাঁদের সঙ্গেই বসে জমিয়ে খাওয়া-দাওয়া সারলেন প্রধানমন্ত্রী মোদী।
শুক্রবার সংসদে একাধিক দলের সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট আটজন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে খাওয়ার জন্য। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ হীনা গাভিত, এস ফাঙ্গনন কোনায়ক, জামিয়াঙ্গ এল মুরুগান, টিডিপি সাংসদ রামমোহন নাইডু, বিএসপি সাংসদ রীতেশ পাণ্ডে ও বিজেডি সাংসদ সাসমিত পাত্র।
Delhi | Prime Minister Narendra Modi had lunch with MPs at Parliament Canteen today. pic.twitter.com/98F0IAa3dt
— ANI (@ANI) February 9, 2024
সূত্রের খবর, হঠাৎই এই ভোজের পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী মোদী। দুপুর আড়াইটে নাগাদ সাংসদদের কাছে ফোন যায়, ওপ্রান্ত থেকে জানানো হয়, তাঁদের সঙ্গে দুপুরে খাবার খেতে চান প্রধানমন্ত্রী মোদী। সাংসদরা প্রথমে হকচকিয়ে গেলে, প্রধানমন্ত্রী নিজেই মশকরা করে বলেন, “চলুন, আজ আপনাদের একটা শাস্তি দেওয়া যাক”।
শাস্তি বলতে প্রধানমন্ত্রী নিজের সঙ্গে মধ্যাহ্নভোজের কথাই বলেছিলেন।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী যেহেতু নিরামিষাশী, তাই তাঁর সঙ্গে আটজন সাংসদও আজ সংসদের ক্যান্টিনে নিরামিষ খাবার খান। শেষ পাতে মিষ্টিমুখ করার জন্য ছিল রাগীর লাড্ডু।