AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maruti Suzuki: ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’-য় নতুন চ্যাপ্টার, মারুতি সুজুকির ইলেকট্রিক গাড়ির সূচনা করে বললেন মোদী

PM launches Maruti Suzuki's e Vitara: মারুতি সুজুকির ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ি ই-ভিটারা বিশ্বের ১০০টির বেশি দেশে রফতানি হবে। তার মধ্যে জাপান ও ইউরোপও রয়েছে। এদিন হংসলপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মেক ইন ইন্ডিয়া যাত্রায় 'নতুন চ্যাপ্টার' শুরু হল।

Maruti Suzuki: ভারতের 'মেক ইন ইন্ডিয়া'-য় নতুন চ্যাপ্টার, মারুতি সুজুকির ইলেকট্রিক গাড়ির সূচনা করে বললেন মোদী
মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Aug 26, 2025 | 6:24 PM
Share

আহমেদাবাদ: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরই ‘মেক ইন ইন্ডিয়া’-র উদ্যোগ নেন নরেন্দ্র মোদী। ভারতে পণ্য উৎপাদনের আহ্বান জানান। কোম্পানিগুলির কাছে তাঁর বার্তা ছিল, ভারতে পণ্য উৎপাদন করে বিশ্বে রফতানি করুন। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে ভারতে পণ্য উৎপাদন বেড়েছে। আবার আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে দ্বন্দ্বের জেরে স্বদেশী পণ্য ব্যবহার নিয়েও বার্তা দিয়েছেন মোদী। এই আবহে মঙ্গলবার গুজরাটের হংসলপুরে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোলাইট তৈরির জন্য সুজুকি মোটর প্ল্যান্টের একটি কারখানার উদ্বোধন করেন করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মারুতি সুজুকির প্রথম আন্তর্জাতিক ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ির রফতানিরও এদিন সূচনা করেন তিনি।

মারুতি সুজুকির ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ি ই-ভিটারা বিশ্বের ১০০টির বেশি দেশে রফতানি হবে। তার মধ্যে জাপান ও ইউরোপও রয়েছে। এদিন হংসলপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মেক ইন ইন্ডিয়া যাত্রায় ‘নতুন চ্যাপ্টার’ শুরু হল। তিনি বলেন, “আজ থেকে ভারতে তৈরি ইলেকট্রিক গাড়ি ১০০টি দেশে রফতানি হবে। একইসঙ্গে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোলাইট উৎপাদনও আজ থেকে শুরু হল।”

এখানেই না থেমে প্রধানমন্ত্রী বলেন, “ভারত এখানেই থামবে না। যেসব ক্ষেত্রে আমরা ভাল পারফর্ম করেছি, সেখানে আরও ভাল করার লক্ষ্য আমাদের রয়েছে। সেই কারণেই আমরা মিশন ম্যানুফ্যাকচারিং-এর উপর জোর দিচ্ছি। আগামী সময়ে, আমাদের মনোযোগ ভবিষ্যতের শিল্পের উপর থাকবে। সেমিকন্ডাক্টর সেক্টরে ভারত এগিয়ে যাচ্ছে।”

কারখানায় সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি। হেলিকপ্টার থেকে ছবিটি তোলা হয়েছে।

এদিকে, মারুতি সুজুকি জানিয়েছে, গুজরাটে তাদের কারখানায় প্রতিবছর সাড়ে সাত লক্ষ গাড়ি তৈরি হয়। হেলিকপ্টার থেকে কারখানায় গাড়ির সারির একটি ছবিও সামনে এসেছে।