PM Narendra Modi: বিদেশ সফর থেকে ফিরেই দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ মোদীর
দিল্লির বন্যায় পরিস্থিতি নিয়ে শুরু থেকেই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী। ফ্রান্স সফরে গিয়েও তিনি দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছিলেন। এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
নয়াদিল্লি: ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহী সফর সেরে শনিবার রাতে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবুধাবি থেকে তিনি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন। দিল্লিতে ফিরেই রাজধানীর বন্যা পরিস্থিতি নিয়ে সক্রিয় প্রধানমন্ত্রী। ভারতে ফিরেই তিনি ফোন করেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকে। তাঁকে ফোন করে দিল্লির বন্যা পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর করেন। দিল্লিবাসীকে সুরাহা দিতে কেন্দ্রের সমস্ত সহায়তার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। দিল্লির উপরাজ্যপাল টুইট করে এ কথা জানিয়েছেন।
দিল্লির বন্যায় পরিস্থিতি নিয়ে শুরু থেকেই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী। ফ্রান্স সফরে গিয়েও তিনি দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছিলেন। এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
দিল্লির বন্যা পরিস্থিতি খুব একটা উন্নতি এখনও হয়নি। এখনও রাজধানীর অনেক এলাকায় জলমগ্ন রয়েছে। যমুনার জলস্তর একটু কমলেও শনিবার ফের বৃষ্টি হয়েছে। আগামী ৪-৫ দিন বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। তা হলে পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।